চোখে একরাশ স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি অফ ইলিনয়সে কিনেসিওলজি পড়তে গেছিলেন ১৯ বছরের রুথ জর্জ। কিন্তু ক্যাম্পাস গ্যারেজে একটি গাড়ির ব্যাকসিটে মিলল তাঁর নিথর দেহ। খুনের অভিযোগে ২৬ বছর বয়সী ডোন্যাল্ড থুরমানকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর এখন শোকের ছায়া ইউনিভার্সিটি ক্যাম্পাস জুড়ে।
রুথের আদি বাড়ি হায়দরাবাদে। প্রথম বছরের ছাত্রী রুথকে শুক্রবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার পুলিশকে জানায় পরিবার। মোবাইল ফোনের টাওয়ারের মাধ্যমে ক্যাম্পাসের একটি গ্যারাজে রুথদের পারিবারিক একটি গাড়ির পিছনের সিটে পাওয়া যায় তাঁর দেহ।
ময়নাতদন্ত জানা যায় যে দমবন্ধ করে হত্যা করা হয়েছে রুথকে। তাঁর আগে তার সঙ্গে যৌন হেনস্থাও করা হয় বলে জানতে পারেন তদন্তকারীরা। এই কেসটির সমাধান করার জন্য এফবিআই-এর স্মরণাপন্ন হন স্থানীয় পুলিশ অফিসাররা।
সিসিটিভি ফুটেজ থেকে সম্ভাব্য খুনির হদিশ পান গোয়েন্দারা। এরপর অন্যান্য ফুটেজ থেকে সন্দেহভাজন ব্যক্তির যাতায়াতের একটি প্যাটার্ন বার করতে পারেন তাঁরা। রবিবার রাতে থুরমানকে একটি ট্রেন স্টেশনের সামনে থেকে আটক করা হয়। জেরায় নিজের অপরাধের কথা কবুল করেন তিনি। এর আগেও পুলিশের খাতায় নাম ছিল তাঁর।
রুথের প্রিয় রং ছিল হলুদ। তাঁর স্মরণে বিশ্ববিদ্যালয় চত্বর হলুদ রিবন দিয়ে সাজিয়েছেন সতীর্থরা। সব শিক্ষক ও বন্ধুদের গলায় আক্ষেপ যে অকালেই চলে গেলেন এক প্রতিভাবাণ মেয়ে।