বাংলা নিউজ > ঘরে বাইরে > সীমান্ত ঘেঁষে ১০০ তাঁবু চিনা সেনার, বাহিনীর সংখ্যা বাড়িয়ে তৈরি ভারতও

সীমান্ত ঘেঁষে ১০০ তাঁবু চিনা সেনার, বাহিনীর সংখ্যা বাড়িয়ে তৈরি ভারতও

চিনের সামরিক তৎপরতার জেরে সীমান্তে সেনা সমাবেশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লিও।

LAC সংলগ্ন এলাকায় ভারত ও চিন অতিরিক্ত সেনা নিয়োগের জেরে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে।

লাদাখ ও সিকিম সীমান্তে আসল নিয়ন্ত্রণরেখা (LAC) সংলগ্ন এলাকায় ভারত ও চিন অতিরিক্ত সেনা নিয়োগের জেরে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে।

মঙ্গলবার বেজিং জানিয়েছে, ভারত সেনা সমাবেশ বাড়ানোর পালটা হিসেবেই সীমান্তে সামরিক ব্যবস্থা জোরদার করায় উদ্যোগী হয়েছে চিন। নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রের খবর, LAC বরাবর কয়েকশো অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে চিন। বিতর্কিত গলওয়ান উপত্যকায় প্রায় ১০০ তাঁবু ফেলেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। এ ছাড়া ডেমচকের কাছাকাছি অঞ্চলেও সেনা সমাবেশ বাড়িয়েছে বেজিং।

চিনের সামরিক তৎপরতার জেরে সীমান্তে সেনা সমাবেশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লিও। গত কয়েক দিনে গলওয়ান উপত্যকা ও উত্তর সিকিমের সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতীয় সেনার তরফে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

আরও পড়ুন:  আকসাই চিনে এসেছে ভারতীয় সেনা, অভিযোগ চিনের

সীমান্তে অস্থিরতা সম্পর্কে হিন্দুস্তান টাইমস-এর প্রশ্নের জবাবে চিনের বিদেশমন্ত্রক ম্যান্ডারিন ভাষায় এক বিবৃতি মারফৎ বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি ভারতীয় সেনাবাহিনীকেই দায়ী করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পশ্চিম (লাদাখ) ও সিকিম অঞ্চলে ভারতৃচিন সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে ভারতীয় সেনা। এর জেরে চিনা সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত টহলদারি ব্যবস্থা-সহ স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে এবং সীমান্ত নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘন করা হয়েছে।’

তবে পর পর দুই দিন এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনী এবং বিদেশমন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি। 

গত ৫ ও ৬ মে রাতে পূর্ব লাদাখের প্যাংগং সরোবরের কাছে ভারত ও চিনা সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ এবং তার পরে ৯ মে উত্তর সিকিমে ফের ভারত-চিন সেনা সংঘর্ষের জেরে দুই পক্ষের একাধিক সেনাকর্মী জখম হওয়ার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরে নতুন আর কোনও সংঘাতের খবর না পাওয়া গেলেও আগের ঘটনার জের এবং সীমান্তে সাম্প্রতিক সামরিক সৎপরতার জেরে ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা ধাক্কা খেয়েছে। 

 

আরও পড়ুন:  করোনার শিকড় খুঁজতে চিনের বিরুদ্ধে WHO-এর তদন্ত চাইল ভারত-সহ ১০০ দেশ

এ ছাড়া, সম্প্রতি কৈলাস-মানস সরোবর সড়কের অংশ হিসেবে উত্তরাখণ্ডের ধারচুলা থেকে লিপু লেখ পর্যন্ত রাস্তা তৈরি নিয়ে ভারতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছে নেপাল। কাঠমান্ডির দাবি, সম্পূর্ণ অবৈধ উপায়ে নেপালের ভূখণ্ডের উপরে রাস্তা নির্মাণ করেছে ভারত। সেই দাবি নস্যাৎ করে দিল্লি জানিয়েছে, ওই রাস্তা পুরোটাই ভারতীয় ভূখণ্ডের উপরে তৈরি হয়েছে। 

কিছু দিন আগে তার জেরে ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে নামোল্লেখ না করে সন্দেহ প্রকাশ করেন যে, নেপালের এই অভিযোগের পিছনে অন্য পক্ষের কোনও ইন্ধন কাজ করছে। এই মন্তব্যেও দারুণ ক্ষোভ প্রকাশ করেছে নেপাল। 

ঘটনা হল, ব্রিটিশ আমলের চুক্তি অনুযায়ী কালী নীদীর পূর্ব প্রান্তের জমি নেপালের এবং পশ্চিম প্রান্তের জমি ভারতের ভাগে পড়েছে। নেপাল দাবি করেছে, সদ্য নির্মিত সড়ক নদীর পূর্ব প্রান্তে তৈরি হয়েছে এবং তার জেরে চুক্তিভঙ্গের দায় ভারতের। 

অন্য দিকে, ভারতীয় সেনা জানিয়েছে, রাস্তা গিয়েছে নদীর পশ্চিম তীর ঘেঁষে, যা বরাবরই ভারতীয় ভূখণ্ড হিসেবে চিহ্নিত। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর চিনপ্রীতি সর্বজনবিদিত। তাই কাঠমান্ডুর এই অহেতুকি কাজিয়ায় চিনের ছায়া দেখতে পাচ্ছে দিল্লি।

 

ঘরে বাইরে খবর

Latest News

গুণীকে গুণীর সম্মান, ISL লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানকে গার্ড অফ অনার ওড়িশা প্রয়াত চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মেয়র অশোক সাউ ‘ভাবতেই পারিনি..', পদ্মশ্রী পেয়ে আপ্লুত ভাওয়াইয়া শিল্পী, শোনালের গান শেখার গল্প রাজ্য স্বাস্থ্য দফতর কিনল ২০ লাখ প্যাকেট ‘‌ওআরএস’‌, কেনার হিড়িক বাড়লেও জোগান কম আদানির বিনিয়োগকারীদের নিয়ে SEBI-র রিপোর্টেই মোদীর মিথ্যা ফাঁস হয়েছে: কংগ্রেস জানেন কি আপনার শরীরের সবচেয়ে নোংরা জায়গা কোনটি? জানলে আর যখন তখন হাত দেবেন না ‘সম্ভাজি মহারাজ’ হয়ে বনে-বাদাড়ে ঘুরে বেড়াচ্ছেন ভিকি! ফাঁস ‘ছাবা’র সেটের ছবি আবার সমাবর্তন স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্যপালের, চাপে রাজ্য বিশ্ববিদ্যালয় অধীরের প্রচারে তৃণমূলের হামলা, দলের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক হুমায়ুন কবির EPL Arsenal vs Chelsea FC Live Streaming: কখন ও কোথায় লাইভ ম্যাচ দেখবেন?

Latest IPL News

যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি চলতি আইপিএলে অভিষেক পোড়েলের খেলাই হত না এবার! দাবি DC-র তারকা অজি ওপেনারের IPL-র ইতিহাসে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে সর্বোচ্চ রান করার নজির গড়লেন স্টইনিস জাতীয় দল নয়, IPL-এ খেলাকেই বেশি উপভোগ করেন মুস্তাফিজুর রহমান! দাবি সতীর্থদের রাহুল যখন ফ্লাইং ম্যান, CSK-র বিরুদ্ধে সুপার ক্যাচ নিয়ে অবাক করলেন LSG ক্যাপ্টেন LSG-র হাল না ছাড়ার মানসিকতার মধ্যে IPL 2024-এ প্রথমার্ধের সাফল্যের রহস্য লুকিয়ে দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.