তাওয়াং সেক্টরে চিন-ভারত সংঘর্ষ ইস্যুতে ফের কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মিম প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি। তিনি সংসদে এনিয়ে আলোচনা চেয়েছিলেন। এনিয়ে ওয়াইসির দাবি, কেউ আমাদের দেশে ঢোকেনি বলে গোটা দেশকে বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সঙ্গেই মিম প্রধানের সংযোজন, ভারতীয় সেনা যখন প্রচন্ড শক্তিশালী তখন সরকার অত্যন্ত দুর্বল।সরকার চিনকে ভয় পায়।
সংবাদ সংস্থা এএনআই ওয়াইসিকে উদ্ধৃত করে জানিয়েছে, দেশের মধ্যে কেউ ঢোকেনি একথা বলে দেশকে বিপথে চালিত করছেন প্রধানমন্ত্রী। উপগ্রহ চিত্রতে দেখা যাচ্ছে চিনের সেনা দেপসাং আর দেমচক দখল করেছে।
এনিয়ে সংসদে সর্বদলীয় মিটিংয়ের দাবিতে সরব ওয়াইসি। তিনি জানিয়েছেন,চিন নিয়ে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা সরকারের জানানো উচিত। যদি সরকার রাজনৈতিক নেতৃত্ব দেখায় তবে গোটা দেশ তাকে সমর্থন করবে। আর্মি অত্যন্ত শক্তিশালী কিন্তু আমাদের সরকার প্রচন্ড দুর্বল আর চিনকেও ভয় পায়।
এর সঙ্গেই তাঁর দাবি, সীমান্তে চিনের সঙ্গে কী হচ্ছে তা নিয়ে দেশবাসীকে অন্ধকারে রাখতে চায় সরকার। তিনি টুইট করে জানিয়েছেন, মোদী সরকার দেশবাসী ও সংসদকে অন্ধকারে রাখতে চাইছে। চিনের সত্যিটা বেরিয়ে আসুক এনিয়ে কেন এত ভয় পাচ্ছে? চিনের আগ্রাসন নিয়ে আসল বিষয়টা লুকিয়ে রাখার ব্য়াপারে মোদীর কীসের এত স্বার্থ রয়েছে? সরাসরি প্রশ্ন তুলেছেন আসাদউদ্দিন ওয়াইসি।
এদিকে সীমান্ত ইস্যুতে সম্প্রতি রাহুল গান্ধীকে একহাত নিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবার সেই চিন ভারত সীমান্ত ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে একহাত নিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।