বাংলা নিউজ > ঘরে বাইরে > Indian Army on Poonch Terrorist Attack: 'তদন্তে যা উঠে এসেছে তা অকল্পনীয়', পুঞ্চের হামলা নিয়ে কাশ্মীরিদের সতর্ক করল সেনা

Indian Army on Poonch Terrorist Attack: 'তদন্তে যা উঠে এসেছে তা অকল্পনীয়', পুঞ্চের হামলা নিয়ে কাশ্মীরিদের সতর্ক করল সেনা

পুঞ্চে জঙ্গি হামলা নিয়ে স্থানীয়দের উদ্দেশে বার্তা ভারতীয় সেনার (HT_PRINT)

পুঞ্চে জঙ্গি হামলা নিয়ে স্থানীয়দের উদ্দেশে বার্তা ভারতীয় সেনার। সম্প্রতি পুলওয়ামার স্মৃতি ফিরে আসে কাশ্মীরের পুঞ্চে। এই আবহে সাধারণ কাশ্মীরিদের সতর্ক করল ভারতীয় সেনা।

সম্প্রতি পুলওয়ামার স্মৃতি ফিরে আসে কাশ্মীরের পুঞ্চে। এই আবহে সাধারণ কাশ্মীরিদের সতর্ক করল ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে, পুঞ্চে সেনার ট্রাকের ওপর জঙ্গি হামলার তদন্তে স্থানীয়দের নাম উঠে এসেছে। বিষয়টিকে 'অকল্পনীয়' আখ্যা দিয়ে সতর্কবার্তা জারি করল সেনা। সেনার তরফে বলা হয়েছে, 'ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার সঙ্গে কোনও রকম যোগ না থাকে স্থানীয়দের। পাশাপাশি এই ধরনের ঘটনার আঁচ পেলে যেন সঙ্গে সঙ্গে সেনা বা স্থানীয় প্রশাসনকে সেই বিষয়ে জানান।' সেনার এই বিবৃতি প্রকাশের একদিন আগেই জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানান, পুঞ্চ হামলায় জড়িত জঙ্গিদের খাবার ও আশ্রয় দেওয়ার অভিযোগে ৬ স্থানীয়কে গ্রেফতার করা হয়েছে।

তদন্তের প্রথম থেকেই পুলিশ বলে আসছিল, এই ধরনের হামলা স্থানীয়দের সাহায্য ছাড়া সম্ভব নয়। এই আবহে এবার সেনা বিবৃতি জারি করে বলেছে, '৩৭০ ধারা বিলুপ্তির পর থেকে পাকিস্তান চাইছে না কাশ্মীরে শান্তি থাকুক বা এখানে বিধানসভা নির্বাচন হোক। তাই তারা যুব সমাজকে ভুল পথে চালিত করতে চাইছে। অর্থ দিয়ে দরিদ্রদের জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করতে চাইছে পাকিস্তান। পাকিস্তানের এই চালকে বুঝে গিয়েছে জম্মু ও কাশ্মীরের জনগণ। তারা জঙ্গিদের সমর্থন করে না। ১৯৪৮, ১৯৬৫, ১৯৭১, ১৯৯৯ সালে পুঞ্চের বাসিন্দারা ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গি দমন ও পাকিস্তানিদের বিরুদ্ধে লড়েছে।'

এদিকে পুঞ্চের হামলার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ২০০ জনকে জেরা করেছে। এই আবহে আরও স্থানীয় বাসিন্দাদের এই ঘটনায় গ্রেফতার করা হতে পারে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, স্থানীয়দের সাহায্যেই জঙ্গিরা অস্ত্র এবং নগদ পেয়েছিল। উল্লেখ্য, ইদের আগে জঙ্গিরা 'রকেট-প্রপেলড গ্রেনেড' এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে সেনার ট্রাকে হামলা চালিয়েছিল। ঘটনায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচজন জওয়ানের মৃত্যু হয়। জখম হন আরও এক জওয়ান। শহিদ জওয়ানদের নাম - হাবিলদার মনদীপ সিং, সিপাই হরক্রিষণ সিং, ল্যান্সনায়েক কুলবন্ত সিং, সিপাই সেবক সিং, ল্যান্সনায়েক দেবাশিস। পুঞ্চের যে জায়গায় হামলা চালানো হয়েছে, তা নিয়ন্ত্রণরেখার ভিম্বার গলি থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত। ট্রাকটি বাসুনিতে রাষ্ট্রীয় রাইফেলসের সদর দফতর থেকে জিনিস নিয়ে আসছিল। জঙ্গলে ঘেরা ভিম্বার গলি এলাকায় রাষ্ট্রীয় রাইফেলসের প্রচুর সংখ্যক জওয়ান মোতায়েন থাকে। পুঞ্চ ও রাজৌরির মধ্যে সেনার যান চলাচল হয় এই রাস্তা ধরেই।

বন্ধ করুন