ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার দাবি করেছে, রুশ বাহিনীর সঙ্গে লড়াই করা এক ভারতীয় নাগরিক ফ্রন্টলাইনে আত্মসমর্পণ করেছেন ইউক্রেনীয় সেনার কাছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর ৬৩তম যান্ত্রিক ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে এই দাবি করেছে। ইউক্রেনের সেনার দাবি অনুযায়ী, আত্মসমর্পণ করা ভারতীয় সেই নাগরিক গুজরাটের মোরবি জেলার বাসিন্দা। ধৃতের নাম মাজোতি সাহিল মহম্মদ হুসেন, বয়স ২২ বছর। সেই ধৃত ভারতীয় নাগরিকের একটি ভিডিয়ো প্রকাশ করেছে ইউক্রেন সেনা। দাবি করা হচ্ছে, সাহিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য রাশিয়ায় গিয়েছিল।
এদিকে এই বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের কাছ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানিয়েছেন, কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস এই প্রতিবেদনের সত্যতা খতিয়ে দেখছে। এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।
এদিকে ইউক্রেনীয় সেনার প্রকাশিত ভিডিয়োতে হুসেনকে বলকে শোনা গিয়েছে, তিনি পড়াশোনার জন্য রাশিয়ায় গিয়েছিলেন। রুশ ভাষায় কথা বলতে গিয়ে তিনি বলেন, মাদক সংক্রান্ত অভিযোগে রাশিয়ার কারাগারে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তিনি। এই সাজা পাওয়ার পর শাস্তি এড়াতে তাকে রুশ সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি স্বাক্ষরের সুযোগ দেওয়া হয়েছিল। তিনি বলেন, 'আমি কারাগারে থাকতে চাইনি, তাই আমি বিশেষ সামরিক অভিযানের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলাম। তবে আমি সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম।'
হুসেনের দাবি, ১৬ দিন ধরে তাঁকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এরপরে গত ১ অক্টোবর তাঁকে প্রথমবারের মতো যুদ্ধে পাঠানো হয়েছিল। তিনদিন ধরে তিনি যুদ্ধ করেছিলেন। এর মাঝে নিজের কমান্ডারের সাথে ঝগড়া হয় তাঁর। এরপরই তিনি ইউক্রেনের ৬৩তম যান্ত্রিক ব্রিগেডের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তিনি বলেন, 'আমি প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে ইউক্রেনীয় পরিখার অবস্থান জানতে পেয়েছিলাম। আমি তৎক্ষণাৎ আমার রাইফেলটি নামিয়ে দিয়ে বলি, আমি লড়াই করতে চাই না। আমার সাহায্য দরকার ছিল। আমি রাশিয়ায় ফিরে যেতে চাই না।'
বিদেশ মন্ত্রণালয় গত মাসে জানিয়েছিল যে রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ২৭ জন ভারতীয় নাগরিককে মুক্তি দিতে তারা মস্কোর কাছে বার্তা পাঠিয়েছে। যদিও মস্কো ২০২৪ সালের এপ্রিলে তাদের সশস্ত্র বাহিনীতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করে দিয়েছিল। তবে সরকারি পরিসংখ্যান অনুসারে, রাশিয়ান সামরিক বাহিনীতে নিয়োগপ্রাপ্ত ভারতীয়দের সংখ্যা এখন ১৫০-রও বেশি। ইউক্রেন যুদ্ধে লড়াই করার সময় কমপক্ষে ১২ জন ভারতীয় নিহত হয়েছেন। অন্যদিকে ৯৬ জ ভারতীয়কে রাশিয়ান কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছিল। এছাড়া ১৬ জন ভারতীয়কে নিখোঁজ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।