বিশ্বের সবচেয়ে সবুজ শহরের শিরোপা পেল হায়দরাবাদ। 'ওয়ার্ল্ড গ্রিন সিটি অ্যাওয়ার্ড ২০২২' জিতেছে হায়দরাবাদ।
1/6পিছিয়ে প্যারিস, মেক্সিকো সিটি, মনটরিয়েলের মতো নামী শহর। বিশ্বের সবচেয়ে সবুজ শহরের শিরোপা পেল হায়দরাবাদ। 'ওয়ার্ল্ড গ্রিন সিটি অ্যাওয়ার্ড ২০২২' জিতেছে ভারতের এই শহর। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/6শুধু তাই নয়। 'অর্থনৈতিক পুনরুদ্ধার এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য সবুজ জীবনযাপন' ক্যাটাগরিতেও হায়দরাবাদ জয়ী হয়েছে। দক্ষিণ কোরিয়ার জেজুতে অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হর্টিকালচার প্রডিউসারস (AIPH) 2022-তে' তাই শুধুই হায়দরাবাদের জয়জয়কার। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/6আমরা আত্মবিশ্বাসের সঙ্গে এটুকু বলতে পারি যে, হায়দরাবাদ শহর নকশা এবং কার্যকারিতার দিক দিয়ে প্রকৃত অর্থেই বিশ্বের কাছে দৃষ্টান্ত, বলেন AIPH-এর সেক্রেটারি জেনারেল টিম ব্রিয়ারক্লিফ। ফাইল ছবি: টুইটার (Twitter)
4/6এই বিষয়ে টুইট করেছেন হায়দরাবাদের নগরোন্নয়নের বিশেষ মুখ্য সচিব অরবিন্দ কুমার। দেখুন সেই টুইট। ছবি: টুইটার (Twitter)
5/6মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই খবরে হায়দরাবাদবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এই আন্তর্জাতিক পুরস্কার বিশ্বমঞ্চে তেলেঙ্গানা ও দেশের সুনাম বৃদ্ধি করেছে। ফাইল ছবি: পিটিআই (Twitter)
6/6হায়দরাবাদের এই নয়া সাফল্যে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন জনপ্রিয় অভিনো নাগার্জুনাও। ছবি: টুইটার (Twitter)