ভারতের জলভাগে ঢুকে পড়েছিল বাংলাদেশি ট্রলার। অন্তত ৭৮জন মৎস্যজীবী ছিলেন তাতে। তারা ভারতের জলভাগে এসে মাছ ধরছিল বলে অভিযোগ। এরপরই অপারেশনে নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ওই দুই বাংলাদেশি ট্রলারকে আটক করল উপকূল রক্ষী বাহিনী। খবর এএনআই সূত্রে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ভারতের জলসীমা বরাবর টহল দিচ্ছিল। তখনই ওই দুটি ট্রলারের গতিবিধি নিয়ে সন্দেহ জাগে। এরপরই অবৈধভাবে ভারতের জলভাগে মাছ ধরার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তারপরেই সেই দুটি ট্রলারকে আটক করা হয়েছে। ওই দুটি ট্রলারের নাম এফভি লায়লা ২ ও এফভি মেঘনা ৫। দুটোই বাংলাদেশে নথিভুক্ত করা রয়েছে।
সেই ট্রলারে ছিলেন ৭৮জন মৎস্যজীবী। কেন তারা ভারতের জলভাগে এসে মাছ ধরছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই দুই ভেসেলকে পারাদ্বীপের দিকে নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য সেগুলিকে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে ভারতের জলসীমা আরও সতর্ক নজর রাখে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তবে বরাবরের জন্যই সতর্ক বাহিনী। কোস্ট গার্ড নানা সময়ে আকাশপথেও নজরদারি করে। কোনও সন্দেহজনক গতিবিধি রয়েছে কি না সেটা দেখা হয়।