বাংলা নিউজ > ঘরে বাইরে > বিদেশে বন্দুক সাপ্লাইয়ের বিশাল বরাত পেল ভারতের প্রতিরক্ষা ফার্ম কল্যাণী গ্রুপ

বিদেশে বন্দুক সাপ্লাইয়ের বিশাল বরাত পেল ভারতের প্রতিরক্ষা ফার্ম কল্যাণী গ্রুপ

প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভর ভারত (PTI Photo) (PTI)

বিদেশি মার্কেটে অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও ভারত ক্রমে উল্লেখযোগ্য ফোকাস করছে। সম্প্রতি ব্রহ্মস মিসাইলের বরাত করেছিল ফিলিপাইন্স। অন্যদিকে পিনাকা মালটি ব্য়ারেল রকেট লঞ্চার কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল আর্মেনিয়া।

রাহুল সিং

ভারতের প্রতিরক্ষা বিষয়ক ফার্ম কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড এবার একটি বন্ধু দেশে বন্দুক সাপ্লাইয়ের বিশাল বরাত পেয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫৫.৫ মিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে ওই কোম্পানি। ওয়াকিবহাল মহলের মতে, এই প্রথম কোনও স্থানীয় কোম্পানি এই ধরনের বিশাল বরাত পেল। তবে ওই কোম্পানি ওই বন্ধু দেশের নাম সামনে আনেনি। পাশাপাশি ঠিক কত বন্দুকের অর্ডার তারা করেছে এনিয়ে কোনও মন্তব্য করতে চায়নি ওই সংস্থা।

বোম্বে স্টক এক্সচেঞ্জে গোটা বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। সরকাররে আত্মনির্ভর অ্য়াজেন্ডার এটি প্রতিফলন বলেও জানানো হয়েছে।

সূত্রের খবর, আগামী তিন বছরে এই অর্ডার অনুসারে বন্দুক সরবরাহ করা হবে। এদিকে সূত্র মারফৎ হিন্দুস্তান টাইমস জেনেছে ওই সংস্থার সঙ্গে অস্ত্র বরাত নিয়ে সৌদি আরবের কথাবার্তা হয়েছিল।তবে এনিয়ে সংশ্লিষ্ট সংস্থা কোনও দেশের কথা উল্লেখ করেনি।

এদিকে বিদেশি মার্কেটে অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও ভারত ক্রমে উল্লেখযোগ্য ফোকাস করছে। সম্প্রতি ব্রহ্মস মিসাইলের বরাত করেছিল ফিলিপাইন্স। অন্যদিকে পিনাকা মালটি ব্য়ারেল রকেট লঞ্চার কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল আর্মেনিয়া।

এদিকে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে একদিকে যেমন প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভরতার উপর জোর দেওয়া হয়েছিল। তেমনি অস্ত্র রফতানির উপরেও ফোকাস করা হয়েছে দেশের তরফে। মিসাইল, হালকা হেলিকপ্টার, নজরদারির যান, নজরদারি সিস্টেম রফতানির উপর জোর দেওয়া হয়েছিল।

 

বন্ধ করুন