বাংলা নিউজ > ঘরে বাইরে > স্বাধীনতা দিবসে নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রবাসীরা

কর্মসূত্রে দেশ ছেড়েছেন তাঁরা। কিন্তু নিজের মাতৃভূমিকে ভোলেননি এক ফোঁটাও। আর সেই কারণেই আজও বিশ্বের সব প্রান্তেই ভারতীয় ঐতিহ্যের ছাপ।|

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়দের এক সংগঠন জানিয়েছে, স্বাধীনতা দিবসে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে তাঁরা তেরঙ্গা উত্তোলন করবেন। ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের (এফআইএ) বক্তব্য অনুযায়ী, নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল রণধীর জয়সওয়াল ২৫ ফুট উঁচু পোলে ৬ ফুট বাই ১০ ফুট জাতীয় পতাকা উত্তোলন করবেন।

টাইমস স্কয়ারে জাতীয় পতাকা উত্তোলন এফআইএ-এর ১৫ আগস্ট দিনব্যাপী উদযাপনের সূচনামাত্র। টাইমস স্কোয়ারে বিলবোর্ড, এম্পায়ার স্টেট বিল্ডিং ইত্যাদি সেজে উঠবে জাতীয় পতাকার রঙের আলোয়। দিনের শেষ হবে হাডসন নদীর উপর একটি গালা ক্রুজের মাধ্যমে। সেখানে শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। টাইমস স্কোয়ারের সবচেয়ে বড় জাম্বোট্রনে ২৪ ঘণ্টার জন্য স্বাধীনতা দিবসের বার্তা প্রদর্শিত হবে।

এফআইএর সভাপতি অনিল বানসাল বলেন, ‘রোড আইল্যান্ডেও আমরা তেরঙ্গা উত্তোলন করব। এফআইএ গত বছরও স্বাধীনতা দিবসে টাইমস স্কোয়ারে তেরঙা উত্তোলন করেছিল। তখনই প্রথমবার নিউইয়র্ক সিটির কেন্দ্রে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এ বছর স্বাধীনতার ৭৫ তম বছরে পদার্পণ করব আমরা। এই দিনটা তাই স্মরণীয় করে তোলাই আমাদের লক্ষ্য।’

বন্ধ করুন