ভ্যাঙ্কুভারে ভারতীয় কনস্যুলেটের আধিকারকিদের ওপর অডিয়ো এবং ভিডিয়ো নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে কানাডার কর্তৃপক্ষ। শুধু তাই নয়, সেই আধিকারিকদের ব্য়ক্তিগত কথোপকথনেও আড়ি পাতা হচ্ছে বলে জানানো হয়েছে ট্রুডো সরকারের তরফ থেকে। এই নিয়ে বৃহস্পতিবার সংসদে জানাল কেন্দ্রীয় সরকার। এদিকে রাজ্যসভায় ভারত সরকার আরও জানাল, কানাডায় ভারতীয় কনস্যুলার ক্যাম্পগুলিকে নিরাপত্তা প্রদান করছে না জাস্টিন ট্রুডোর সরকার। (আরও পড়ুন: আছে আরও তেল! পশ্চিমবঙ্গে ১০০ বর্গকিলোমিটার জমিতে খননের অনুমতি চেয়েছে কেন্দ্র)
আরও পড়ুন: জানুয়ারিতে রাজ্য ডিএ বাড়াবে, এরপর বাজেটেও থাকবে 'চমক', ৪ কিস্তিতে মিলবে বকেয়া
কানাডার সঙ্গে সম্পর্ক নিয়ে ভারত সরকারের তরফ থেকে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, 'পারস্পরিক উদ্বেগের প্রতি সম্মান দেখানো এবং একে অপরের দেশের সার্বভৌমত্ব স্বীকার করার মাধ্যমেই স্থিতিশীল সম্পর্ক গড়ে উঠতে পারে দুই দেশের মধ্যে।' মন্ত্রী বলেন, 'ভারত বারবার কানাডা সরকারের কাছে আবেদন জানিয়েছে যাতে ভারত বিরোধী কট্টরপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপ করে এবং তাদের দেশের মাটি থেকে এই ব্যক্তিদের কার্যকলাপ যাতে বন্ধ হয়। আমাদের দেশের নেতাদের মৃত্যুকে গৌরবের সঙ্গে সেখানে প্রচার করা হয়। সেটা বন্ধের জন্যে আমরা আবেদন করেছি। এছাড়াও আমাদের বর্তমান নেতা এবং কূটনীতিকদের হুমকি দেওয়া হচ্ছে। মন্দিরে হামলা হচ্ছে। তথাকথিত রেফারেন্ডামের মাধ্যমে ভারতকে ভঙার চক্রান্ত চলছে। এই সব বন্ধের আবেদন জানানো হয়েছিল।' (আরও পড়ুন: 'ভাসুর মনে হয়…', বাংলদেশ নিয়ে হিন্দুত্ববাদীদের তোপ বামেদের,'কিউট' বললেন BJP নেতা)
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কে? অমিত শাহের সঙ্গে বৈঠকের পর বড় আপডেট দিলেন একনাথ শিন্ডে
এরপর বিদেশ প্রতিমন্ত্রী বলেন, 'ভারতের কূটনীতিবিদদের এবং হাইকমিশনগুলিকে কানাডা সরকার নিরাপত্তা দিচ্ছে। তবে সাম্প্রতিককলে তারা জানিয়েছে, আমাদের বিভিন্ন কনস্যুলার ক্যাম্পগুলিকে তারা হিংসাত্মক হামলার হাত থেকে রক্ষা কররতে পারবে না। এই আবহে আমাদের আধিকারিকরা সেখানে কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপ করতে পারছেন না। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূতদের সাহায্যে সেখানে সেই ব ক্যাম্পের মাধ্যমে অনেক কানাডিয়ান নাগরিককে সাহায্য করা হত, প্রবীণ নাগরিকদের লাইফ সার্টিফিকেট প্রদান করা হত, সেই সব এখন বন্ধ আছে।' (আরও পড়ুন: ঘুষকাণ্ডে তোপ বিরোধীদের, এরই মাঝে কেরলের বাম সরকার নয়া চুক্তি করল আদানির সঙ্গে)
আরও পড়ুন: জেলে ভরেই খান্ত হল না বাংলাদেশ, চিন্ময় প্রভুর বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা
উল্লেখ্য, বিগত দিনে ব্র্যাম্পটনে কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত করার আবহে সেখানে খলিস্তানিদের হামলা হয়েছিল। এছাড়াও বিগদ দিনে একাধিক ক্ষেত্রে হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটেছে সেই দেশে। প্রধানমন্ত্রী মোদী সহ ভারতীয় নেতাদের প্রাণনাশের হুমকি দিয়েছে সেদেশের খলিস্থানিপন্থীরা। এদিকে কানাডা পুলিশ হাত তুলে নেওয়ার জেরে পূর্বপরিকল্পিত বেশ কয়েকটি কনস্যুলার ক্যাম্প বাতিল করতে হয়েছিল ভারতীয় হাইকমিশনকে। তবে এত কিছুর পরও ট্রুডো সরকারের টনক নড়েনি।