বাংলা নিউজ > ঘরে বাইরে > সেনসেক্সে বড় পতনের দিনেই কৃষির হাত ধরে সবুজে ফিরল ভারতীয় অর্থনীতি

সেনসেক্সে বড় পতনের দিনেই কৃষির হাত ধরে সবুজে ফিরল ভারতীয় অর্থনীতি

বিএসই সেনসেক্স (MINT_PRINT)

বিশ্ববাজারে পড়তির সঙ্গে সঙ্গতি রেখে প্রায় দুই হাজার পয়েন্ট পড়ল বিএসই।

করোনাকালে পরপর দুটি কোয়ার্টারে সংকুচিত হয়েছে ভারতীয় অর্থনীতি। চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে অবশ্য সেই ট্রেন্ড ভঙ্গ হল। জিডিপি বাড়ল ০.৪ শতাংশ মূল কৃষি, নির্মাণ ও পরিষেবা ক্ষেত্র চাঙ্গা হওয়ার ফলে। তবে এদিনই গত দশ মাসের মধ্যে সবচেয়ে বড় পতন হল সেনসেক্সে। বিশ্ববাজারে পড়তির সঙ্গে সঙ্গতি রেখে প্রায় দুই হাজার পয়েন্ট পড়ল বিএসই।  

সরকারি তথ্য থেকে দেখা যাচ্ছে, কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার ৩.৯ শতাংশ। অন্যদিকে উৎপাদনে ১.৬ শতাংশ জিডিপি বেড়েছে তৃতীয় ত্রৈমাসিকে। হোটেল শিল্পে ৭.৭ শতাংশের সংকোচন হয়েছে। নির্মাণ শিল্পে বৃদ্ধি হয়েছে ৬.২ শতাংশ ও নিত্যপ্রয়োজনীয় পরিষেবার ক্ষেত্রে ৭.৩ শতাংশের বৃদ্ধি দেখা গিয়েছে। এই বছর মোটের ওপর জিডিপি ৮ শতাংশ সংকুচিত হবে বলেই মনে করছে সরকারি পরিসংখ্যান সংস্থা এনএসও। লকডাউনের মধ্যে প্রথম ত্রৈমাসিকে ২৪.৪ শতাংশ জিডিপি সংকুচিত হয়। পরের ত্রৈমাসিকে ৭.৩ শতাংশ সংকোচন ঘটে। সেই লাল দাগের ঘর থেকে অবেশেষে বেরিয়ে এল অর্থনীতি।  

অর্থনীতির ভালো খবর আসার আগেই যদিও বাজার বন্ধ হয়। সেখানে বিএসইতে ১৯৪০ পয়েন্ট ও এনএসই-তে ৫৬৮ পয়েন্ট পড়ে সূচক। বিএসই বন্ধ হয় ৪৯,০৯৯.৯৯ পয়েন্টে। এনএসই বন্ধ হয় ১৪,৫২৯.১৫ পয়েন্টে। গ্লোবাল বন্ড মার্কেটের পতনের ফলেই ভারতীয় বাজারে এদিন বেচার ওপরে নজর থাকে। সবচেয়ে বেশি পড়েছে ব্যাঙ্ক স্টক। বিএসই-তে সূচকের ৩০টি শেয়ারই এদিন লোকসান করেছে। ৫টি স্টকের ক্ষেত্রে পতনের পরিমাণ ৫ শতাংশের বেশি। 

বন্ধ করুন