এককালে ফুটবল মাঠ কাঁপানো ভাইচুং ভুটিয়া রাজনীতির ময়দানে একটিও 'ম্যাচে' জিততে পারেননি। এই আবহে অবশেষে রাজনীতিকে চিরতরে বিদায় জানালেন ভাইচুং। ভারতীয় ফুটবল কিংবদন্তির কথায়, ভোটের রাজনীতি তাঁর জন্যে নয়। ২০২৪ সালের ফলফল তা তাঁকে উপলব্ধি করতে সাহায্য করেছে। উল্লেখ্য, ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছিল ভাইচুংয়ের রাজনৈতিক যাত্রা। সেবারে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। তবে জিততে পারেননি। পরে ২০১৬ সালের বিধানসভা ভোটে ভারতীয় ফুটবল কিংবদন্তিকে প্রার্থী করা হয়েছিল শিলিগুড়ি আসনে। তবে সেবারও হারতে হয়েছিল ভাইচুং ভুটিয়াকে। (আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে সামনে এল নয়া আপডেট, চিঠিতে করা হল বড় দাবি)
এরপর ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বঙ্গ রাজনীতি এবং তৃণমূল কংগ্রেস ত্যাগ করার কথা ঘোষণা করেন ২০১৮ সালে। আর তৃণমূল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার কয়েকদিন পরই নিজের রাজ্য সিকিমে তৈরি করেন 'হামরো সিকিম পার্টি' নামের রাজনৈতিক দলের। ২০১৯ সালের বিধানসভা ভোটে সিকিমের ২৩ আসনে লড়ে একটিতেও জিততে পারেনি ভাইচুংয়ের 'হামরো সিকিম পার্টি'। সেবারে ভাইচুং নিজে গ্যাংটক এবং তুমেন-লিঞ্জি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। তবে হেরেছিলেন দুই আসনেই। এরপর সেই বছরই গ্যাংটক বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই আসনে ফের প্রার্থী হয়েছিলেন ভাইচুং। তবে জয় অধরাই থেকে যায়।
আর ২০২৪ সালে লোকসভা ভোটের সাথেই অনুষ্ঠিত হয়েছিল সিকিম বিধানসভা নির্বাচন। প্রাথমিক ভাবে সিকিমে কংগ্রেসের সঙ্গে জোট গড়ার জন্যে আলোচনা শুরু করেছিলেন ভাইচুং। পরে ২০২৩ সালে নিজের 'হামরো সিকিম পার্টি'কে মিশিয়ে দেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের সঙ্গে। ভাইচুং নিজে এসডিএফ-এর সহসভাপতি হন। ২০২৪ সালের বিধানসভা ভোটে সিকিমের বারফাং বিধানসভা আসন থেকে ভোটে লড়েছিলেন ভাইচুং। সেই আসনে সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের দল সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রার্থী রিকশল দোরজি ভুটিয়ার কাছে ৮ হাজার ভোটে হারেন ভাইচুং। হেরে প্রতিপক্ষ রিকশল দোরজি ভুটিয়াকে অভিনন্দনও জানান ভাইচুং। এই সবের মাঝে আবার এইআইএফএফ-এর সভাপতি হওয়ার জন্যেও লড়েছিলেন। তবে কল্যাণ চৌবের কাছে সেই লড়াইতেও হারতে হয়েছিল তাঁকে। বিজেপির কল্যাণ অনায়াসে জেতেন ফেডারেশন সভাপতি পদের নির্বাচনে। এই আবহে গতকাল, মঙ্গলবার রাজনীতিকে চিরবিদায় জানানোর ঘোষণা কেন ভাইচুং। তিনি বলেন, '২০২৪ সালের নির্বাচনের ফলাফলের পর আমি উপলব্ধি করেছি যে, ভোটের রাজনীতি আমার জন্য নয়। তাই আমি অবিলম্বে সব ধরনের নির্বাচনী রাজনীতি ছেড়ে দিচ্ছি।'