ইতালির ভেরোনা প্রদেশে ৩৩জন ভারতীয় কৃষককে কার্যত ক্রীতদাস হিসাবে খাটানো হচ্ছিল। ইতালির কর্তৃপক্ষ তাদের উদ্ধার করেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতালিতে ভিনদেশী শ্রমিকদের উপর কী ধরনের আচরণ করা হয় তার কিছু নজির সামনে এসেছে। গত জুন মাসে দেখা গিয়েছিল ইতালিতে এক ভারতীয় শ্রমিকের মৃত্যু। তিনি গাছ থেকে ফল তুলে আনার কাজে নিয়োজিত ছিলেন। কিন্তু মেশিনে তার হাত কেটে যায়।
পুলিশ রিপোর্টে উঠে আসে ওই ব্যক্তিকে ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আর যারা নিয়ে গিয়েছিলেন তারাও ভারতীয় বংশোদ্ভূত। মরশুমি ওয়ার্ক পারমিটে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। তাদের কাছ থেকে ১৭,০০০ ইউরো চাওয়া হয়েছিল আরও ভালো জীবন দেওয়ার বিনিময়ে। ওই শ্রমিকদের দিনে ১০-১২ ঘণ্টা খাটানো হত। সপ্তাহে সাতদিনই। প্রতি ঘণ্টায় তাদের ৪ ইউরো দেওয়া হত।
এদিকে ধার মেটাতে না পারায় তাদের সেই মজুরিও স্থগিত রেখে বেগার খাটানো হত। পুলিশের মতে, এটা আসলে ক্রীতদাসত্ব।
এমনকী কিছু ক্ষেত্রে বলা হয়েছিল বিনা মজুরিতে কাজ করলে ১৩ হাজার ইউরো ধারে তাদের ছাড় দেওয়া হবে।
ওই নিয়োগকারীদের বিরুদ্ধে শ্রমিকদের দাস হিসাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। আসলে আর পাঁচটা ইউরোপীয় দেশের মতোই ইতালিতেও প্রবল শ্রমিক সংকট। আর সেই সংকট মেটানোর জন্য নানা ধরনের পরিকল্পনা করা হয়।