বাংলা নিউজ > ঘরে বাইরে > প্যালেস্তাইনে ভারতীয় দূতের আচমকা মৃত্যুর কারণ কী? তথ্য প্রকাশ বিদেশ মন্ত্রকের

প্যালেস্তাইনে ভারতীয় দূতের আচমকা মৃত্যুর কারণ কী? তথ্য প্রকাশ বিদেশ মন্ত্রকের

প্যালেস্তাইনে ভারতীয় দূতাবাস থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল রাষ্ট্রদূত মুকুল আর্যের দেহ (পিটিআই) (PTI)

প্যালেস্তাইনে ভারতীয় দূতাবাস থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল রাষ্ট্রদূত মুকুল আর্যের দেহ।

প্যালেস্তাইনে নিযুক্ত ভারতের প্রতিনিধি মুকুল আর্য প্রয়াত হন গত রবিবার। অফিসেই তাঁর মৃত্যু হয়েছিল। ২০০৮ সালের ব্যাচের এই যুব আধিকারিকের এহেন আচমকা মৃত্যুতে প্রাথমিক ভাবে কোও রহস্যের গন্ধ না পাওয়া গেলেও একটা ক্ষীণ আশঙ্কা ছিল অপঘাতের। তবে বিজেশ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে মুকুল আর্যর। গতকাল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে মুকুল আর্যর। আমরা একজন তরুণ কূটনীতিকের মর্মান্তিক মৃত্যুকে শালীনতা ও সম্মানের সাথে বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।’

ভারতীয় ফরেন সার্ভিসের ২০০৮ সালের ব্যাচের অফিসার ছিলেন মুকুল আর্য। আফগানিস্তান এবং রাশিয়ায় ভারতীয় দূতাবাসে কাজ করেছিলেন তিনি। পাশাপাশি তিনি প্যারিসে ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধি দলের সাথেও কাজ করেন তিনি। বর্তমানে আর্য প্যালেস্তাইনের রামাল্লা শহরে ভারতীয় দূতাবাসে নিযুক্ত ছিলেন।

এর আগে রাষ্ট্রদূতের প্রয়াণে শোক প্রকাশ করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। টুইট করে তিনি লিখেছেন, ‘রামাল্লায় ভারতের প্রতিনিধি মুকুল আর্যের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত।’ তিনি মুকুল আর্যকে একজন মেধাবী অফিসার হিসেবে বর্ণনা করেন। প্যালেস্তাইনের শীর্ষ নেতৃত্বও মুকুল আর্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্যালেস্তাইনের বিদেশ মন্ত্রণালয় বলেছে যে তারা রাষ্ট্রদূত আর্যর মৃত্যুর খবরে ‘খুব আশ্চর্য হয়েছেন এবং তাঁরা স্তম্ভিত।’ প্যালেস্তাইনের বিদেশ মন্ত্রক বলেছে যে তারা আর্যের মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে করতে ভারতের বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করছে।

বন্ধ করুন