বাংলাদেশের রাজধানী ঢাকায় গিয়েও সুর নরম করলেন না ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বরং এতদিন ভারত যে বার্তা দিয়ে আসছিল, সেটা নিজে ঢাকায় গিয়ে বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিনের কানে তুলে দিয়ে এলেন। প্রায় দু'ঘণ্টা ধরে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক করেন। আর সেই বৈঠকের পরে সোমবার ভারতের বিদেশ সচিব জানান, বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে যে ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ধর্মীয় এবং সাংস্কৃতিক জায়গায় যে সব হামলার ঘটনা ঘটছে, তা নিয়েও বার্তা দিয়েছেন ভারতের বিদেশ সচিব। সেইসঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন, ভারত যে যে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তা নিয়ে গঠনমূলক পদক্ষেপ করবে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
‘বরাবরই ভারত ও বাংলাদেশের সম্পর্ক মানুষ-কেন্দ্রিক’
সেই বিষয়টি তুলে ধরার পাশাপাশি ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মিশ্রি। তিনি জানান, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বরাবরই ভারত ও বাংলাদেশের সম্পর্ক মানুষ-কেন্দ্রিক থেকেছে। অতীতেও ছিল। ভবিষ্যতেও থাকবে বলে আশাপ্রকাশ করেছেন ভারতের বিদেশ সচিব।
‘গঠনমূলক আলোচনা’, বললেন ভারতের বিদেশ সচিব
তিনি বলেন, 'আজ খোলামেলা আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে এটা বলেছি যে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক, পরস্পরের জন্য হিতকর সম্পর্ক চায় ভারত।' সেইসঙ্গে তিনি জানান, আজ যে আলোচনা হয়েছে, তা ভারত এবং বাংলাদেশে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি বললেন, 'আজ যে সব মধ্যস্থতাকারীদের সঙ্গে খোলামেলা এবং গঠনমূলক আলোচনা হয়েছে, সেটার প্রশংসা করছি।'
হাসিনার প্রত্যর্পণ নিয়ে কি কোনও আলোচনা হল?
যদিও ‘পদ্মা’-য় দু'ঘণ্টার বৈঠকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু জানাননি ভারতের বিদেশ সচিব। যিনি ভারতীয় বায়ুসেনার বিমানে ঢাকায় পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন যে হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করানোর পথে হাঁটবে বাংলাদেশ সরকার। সেজন্য আইনি প্রক্রিয়া চলছে।
সেই প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের বিদেশ সচিব কিছু বলেছেন কিনা, তা জানাননি মিশ্রি। বিষয়টি নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক বা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফেও আপাতত কিছু জানানো হয়নি। তবে হাসিনা ঠিক কোথায় আছেন, তা এখনও স্পষ্ট নয়। মাসকয়েক আগে নয়াদিল্লি জানিয়েছিল যে ভারতেই আছেন হাসিনা।