আরও ১২টি সুখোই-৩০ যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। আর সেজন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) সঙ্গে ১৩,৬০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করা হল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে চুক্তি হয়েছে, তাতে ভারতীয় বায়ুসেনাকে ১২টি যুদ্ধবিমান দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জামও দেবে হ্যাল। শুধু তাই নয়, আরও ১০০টি সেলফ-প্রপেলড কে৯ বজ্র-টি গান সিস্টেম কেনার জন্য ৭,০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংস্থা হানওয়া টেকউইন প্রযুক্তি প্রদান করবে। আর গান সিস্টেম তৈরি করবে লারসেন অ্যান্ড টুরবো।
আকাশপথে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত
আর দুটি চুক্তিই ভারতের সামরিক শক্তির জন্য অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আপাতত ভারতীয় বায়ুসেনার হাতে ২৬০টি সুখোই-৩০ যুদ্ধবিমান আছে। এবার যে ১২টি নতুন সুখোই-৩০ কেনা হচ্ছে, সেগুলি দুর্ঘটনায় পড়া যুদ্ধবিমানের শূন্যস্থান পূরণ করবে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'এই যুদ্ধবিমানগুলি হাতে পেলে ভারতীয় বায়ুসেনার অভিযান চালানোর দক্ষতা আরও বাড়বে। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের প্রস্তুতি আরও মজবুত হবে।'
অতীতে লাইসেন্স নিয়ে বিভিন্ন মিগ এবং সুখোই-৩০ যুদ্ধবিমান তৈরি করেছে নাসিকের 'এয়ারক্রাফট ম্যানফ্যাকচারিং ডিভিশন'। ১৯৬৪ সালে সেটি তৈরি হয়েছিল। আর এবার হ্যালের সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে বিভিন্ন সরঞ্জাম তৈরি করবে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র। ফলে 'আত্মনির্ভর ভারত'-র পথে আরও একটা বড় পদক্ষেপ ফেলা হল বলে মনে করেছে প্রতিরক্ষা মন্ত্রক।
সুখোই-৩০ যুদ্ধবিমানের ইঞ্জিনও পাবে বায়ুসেনা
এমনিতে গত সেপ্টেম্বরেই সুখোই-৩০ যুদ্ধবিমানের ২৩০টি অ্যারো-ইঞ্জিনের জন্য হ্যালের সঙ্গে ২৬,০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। প্রতি বছর ৩০টি এএল-৩১এফপি ইঞ্জিন দেবে হ্যাল। সবমিলিয়ে আট বছরের মধ্যে সবগুলি পেয়ে যাবে বায়ুসেনা। যেগুলি ওড়িশার কোরাপুটে তৈরি করা হবে। প্রযুক্তি সরবরাহ করবে রাশিয়া। হাতেগোনা কয়েকটি সরঞ্জাম আনা হবে বিদেশ থেকে।
সেইসঙ্গে ৬৫,০০০ কোটি টাকায় ভারতীয় বায়ুসেনার হাতে সুখোই-৩০ যুদ্ধবিমানকে আরও আধুনিক করে তোলা হবে। সুখোই-৩০ যুদ্ধবিমানে দেশীয় উত্তর অ্যাকটিভ ইলেকট্রোনিক্যালি স্ক্যানড অ্যারে র্যাডার, ওয়েপন কন্ট্রোল সিস্টেমস, নয়া অস্ত্রশস্ত্র যোগ করা হবে বলে সূত্রের খবর। আর তার ফলে সুযোই-৩০ যুদ্ধবিমান আরও শক্তিশালী হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট মহলের মত। যা ভারতীয় বায়ুসেনার ক্ষমতা আরও বাড়াবে।
লাদাখে মোতায়েন করা বিশেষ গান সিস্টেম কিনছে ভারত
একইভাবে ভারতীয় সেনার আরও দক্ষতা বাড়বে সেলফ-প্রপেলড কে৯ বজ্র-টি গান সিস্টেম চুক্তির ফলে। ২০১৭ সালের চুক্তির হাত ধরে এখনও পর্যন্ত ১০০টি কে৯ বজ্র-টি গান সিস্টেম (১৫৫ এমএম/৫২ ক্যালিবার) পেয়েছে ভারতীয় সেনা। আদতে মরুভূমি অঞ্চলে মোতায়েন করার কথা থাকলেও অনেকগুলি পাঠানো হয়েছে লাদাখে। সেজন্য পাহাড়ি এলাকায় পরীক্ষা-নিরীক্ষাও চালানো হয়। আর এবার যে নয়া ১০০টি কে৯ বজ্র-টি গান সিস্টেম কেনার জন্য চুক্তি করা হল, সেগুলি হাতে পেয়ে গেলে সেনার শক্তি আরও বাড়বে বলে বিশেষজ্ঞ মহলের মত।