মার্কিন যুক্তরাষ্ট্রে পুকুর থেকে ফুটবল আনতে গিয়ে তলিয়ে গেলেন ভারতীয় ছাত্র। নিউ জার্সির হাইস্কুল পড়ুয়া ওই বছর ১৮-র কিশোর।
মৃতের নাম ক্লিনটেন অজিত। কেরলে জন্ম। ডেইলি ভয়েসের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাতে জরুরী পরিষেবার ডুবুরিরা নিউ মিলফোর্ডের পুকুর থেকে তার দেহ উদ্ধার করে। আরও পড়ুন: Motorcycle Driving Rules: হেলমেটে এই ছাপ না থাকলেই জরিমানা, শীঘ্রই জারি হতে চলেছে নিয়ম, খুব সাবধান!
জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা নাগাদ পুকুরে বলটি পড়ে। সেটি নিয়ে আসতে পুকুরে নেমেছিলেন অজিত।
'ভুলবশত জলে গিয়ে পড়েছিল ফুটবলটা। সেই সময়ে অজিত নিজেই সাহায্য করার জন্য বলটি নিয়ে আসবেন বলে জানান। অজিত সাঁতার জানতেন না। অনেকক্ষণ পরেও তিনি আর ফিরে আসেননি,' জানিয়েছেন জরুরী পরিষেবার কর্মীরা।
তার পরিবারের জন্য একটি Gofundme তহবিল চালু হয়েছে। সেখানে ডেসক্রিপশন অনুযায়ী, অজিতের জন্ম কেরলের নিরানামে। ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন।
আরও পড়ুন: Jio: ইনস্টলেশনের খরচ লাগবে না! ৩৯৯ টাকায় অঢেল ডেটা, OTT
'পরিবারের উপর দিয়ে এখন যে ঝড় বয়ে যাচ্ছে, তা বর্ণনা করার মতো কোনও শব্দ নেই। আমারা মর্মাহত,' বলেন নিউ মিলফোর্ড মেয়র মাইকেল পুট্রিনো।