আমেরিকা থেকে আরও ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করল মার্কিন বিমান। এই নিয়ে দ্বিতীয় দফায় ভারতীয় অবৈধবাসীদের দেশে ফেরাল আমেরিকা। মার্কিন মুলুক থেকে নির্বাসিত এই ১১৯ জনের মধ্যে ৬৭ জন পঞ্জাবের এবং ৩৩ জন হরিয়ানার। এছাড়া দেশে ফেরা অবৈধবাসীদের ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন গোয়ার, ২ জন মহারাষ্ট্রের, ২ জন রাজস্থানের এবং ১ জন করে হিমাচলপ্রদেশ এবং জম্মু ও কশ্মীরের বাসিন্দা আছেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৫৭ জন অবৈধবাসী বহনকারী তৃতীয় মার্কিন বিমানটিও রবিবার অমৃতসরে অবতরণ করতে পারে বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে মুখ খুললেন প্রত্যক্ষদর্শী IAF সারজেন্ট)
আরও পড়ুন: নয়াদিল্লি স্টেশনে মৃতের সংখ্যা বাড়ল, ঘটনার পর কী করল রেল?
এর আগে গত ৫ ফেব্রুয়ারি অবৈধবাসী ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানবাহিনীর একটি বিমান অমৃতসরে এসে পৌঁছেছিল। অমৃতসরে অবতরণ করা সেই বিমানটিতে মোট ১০৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। সেই বিমানে করে দেশে ফেরা বহু ভারতীয় অভিযোগ করেছিলেন, গোটা যাত্রাকালে তাঁদের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল। এমনকী মহিলাদেরও পা, কোমরে শিকল বাঁধা ছিল বলে অভিযোগ ওঠে। যা নিয়ে সংসদে বিরোধী হট্টগোল তৈরি করেছিলেন। এই নিয়ে ভারতে ব্যাপক হৈচৈয়ের পর নয়াদিল্লি নির্বাসিতদের সঙ্গে আচরণের বিষয়ে ওয়াশিংটনকে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল। এদিকে সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদী বলেছিলেন, 'যারা অন্য দেশে অবৈধভাবে বসবাস করছে তাদের সেখানে থাকার অধিকার নেই। ভারত ও আমেরিকার ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে, যারা সত্যিই ভারতীয় এবং আমেরিকায় অবৈধভাবে থাকছেন, তাদের ফিরিয়ে নিতে ভারত তৈরি।'
এদিকে মার্কিন বিমানগুলি অমৃতসরে অবতরণ করায় কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিং। তিনি বলেন, 'আমাদের পবিত্র শহরকে (অমৃতসর) নির্বাসন কেন্দ্র বানাবেন না।' এদিকে দ্বিতীয় দফার মারকিন বিমান অমৃতসরে অবচরণের আগেই বিমানবন্দর পরিদর্শনে গিয়েছিলেন ভগন্ত মান। তিনি জানিয়ে দিয়েছিলেন, দ্বিতীয় বিমানে ভারতে ফেরা অবৈধবাসীদের মধ্যে যারা পঞ্জাবের বাসিন্দা হবেন, তাঁদের নিজ নিজ বাড়িতে ফেরাতে গাড়ির ব্যবস্থা করবে সরকার।
প্রসঙ্গত, দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই 'অবৈধ অভিবাসন' এবং অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে রণংদেহী মূর্তি ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ক'দিন আগেই কলম্বিয়া সহ বেশ কিছু দেশে 'অবৈধ অভিবাসীদের' ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। তাতে দেখা গিয়েছিল, মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাঁদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।
উল্লেখ্য, সম্প্রতি নিউ ইয়র্ক এবং নিউ জার্সির একাধিক গুরুদ্বারে অভিযান চালিয়েছিল মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। অবৈধ ভাবে মার্কিন মুলুকে বসবাস করা শিখ সম্প্রদায়ের ব্যক্তিদের চিহ্নিত করতেই এই অভিযান চালানো হয়েছিল। উল্লেখ্য, এর আগে নিয়ম ছিল, অবৈধ অভিবাসী ধরতে কোনও ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না। তবে ক্ষমতায় আসার পরে আমেরিকার সেই নিয়মকে বাতিল করেন ট্রাম্প। এই আবহে অবৈধ ভারতীয় অভিবাসীদের ধরতে মার্কিন মুলুকের গুরুদ্বারে অভিযান চালানো হয়।