উন্নত দেশগুলির সঙ্গে তুলনা টেনে ভারতে মুদ্রাস্ফীতির হার নিয়ে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘ভারতে মুদ্রাস্ফীতি উন্নত দেশগুলির তুলনায় অনেক কম।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে ইংল্যান্ড, আমেরিকার মুদ্রাস্ফীতি উদাহরণ টেনে আনেন প্রধানমন্ত্রী। সোমবার গুজরাতের জামনগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এছাড়াও সে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে প্রশংসা করেন।
‘গণতন্ত্রের হয়ে লড়েছিলেন’, মুলায়মের প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর
মুদ্রাস্ফীতির প্রসঙ্গে ইংল্যান্ডে উদাহরণ টেনে মোদী বলেন, ‘গত ৫০ বছরের মধ্যে ব্রিটিশরা সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছে।’ একইভাবে বিগত কয়েক দশকের উদাহরণ টেনে আমেরিকার মুদ্রাস্ফীতি প্রসঙ্গে বলেন, ‘গত ৪৫ বছরের মধ্যে বর্তমানে আমেরিকায় মুদ্রাস্ফীতি সবথেকে বেশি।’ ভারতের মুদ্রাস্ফীতি কম থাকার কারণ হিসেবে তিনি বলেন, ‘ভারতের অর্থনীতি খুবই প্রাণবন্ত।’
এদিন জামনগরে ১১৪৮ কোটি টাকার একটি প্রকল্পের শিলান্যাস করেন মোদী। সেখানে প্রধানমন্ত্রী গুজরাতে সৌরাষ্ট্র নর্মদা অবতারণ সেচ সংযোগ ৭ প্রসঙ্গে জানান, এরফলে প্রচুর মানুষকে পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে। জাদেজা রাজবংশের অবদানের কথা স্মরণ করিয়ে মোদী উল্লেখ করেন, কীভাবে তৎকালীন শাসক দিগ্বিজয়সিংহ জাদেজা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশ শিশুদের আশ্রয় দিয়েছিলেন। যার ফলে ভারত-পোল্যান্ড সম্পর্ক শক্তিশালী হয়। মোদী আরও বলেন, ‘কেন্দ্র এবং রাজ্যের ডাবল-ইঞ্জিন সরকার রাজ্যের শিল্প ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য অবিরাম কাজ করেছে।’