যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার প্রায় ১০ বছর পরও ভারতীয় নাগরিক ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেলকে খুঁজছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো তথা এফবিআই। গুজরাটের বাসিন্দা ৩৪ বছর বয়সী ভদ্রেশকুমার প্যাটেল ২০১৫ সালের এপ্রিলে তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছিল। সেই মামলায় এফবিআইয়ের ১০ মোস্ট ওয়ান্টেড পলাতকের তালিকায় নাম আছে ভদ্রেশকুমারের। এই আবহে এফবিআই আজ আবার ভদ্রেশকুমার প্যাটেলের অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে ঘোষণা করেছে, যে পলাতক অভিযুক্তকে 'অত্যন্ত বিপজ্জনক' বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: ১৫ মাসে মৃত্যু প্রায় ৫০ হাজারের, গাজায় কোন পথে কার্যকর হবে যুদ্ধবিরতি?)
আরও পড়ুন: 'আশা করছি...', গাজায় ইজরায়েল-হামাসের যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলল ভারত
আরও পড়ুন: ইলন মাস্কের SpaceX-এর রকেটে চেপে মহাকাশে ৩ ভারতীয় স্টার্টআপের স্যাটেলাইট
এফবিআইয়ের বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে - 'ওয়ান্টেড - সশস্ত্র এবং অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত! এফবিআইয়ের দশজন মোস্ট ওয়ান্টেড পলাতক আসামির মধ্যে একজন এই ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেল। তাকে খুঁজে পেতে সহায়তা করুন। ৩৪ বছর বয়সি প্যাটেল তার স্ত্রীকে নৃশংস ভাবে হত্যা করেছিল। সেই মামলায় প্যাটেলকে খোঁজা হচ্ছে। তার সম্পর্কে আপনার কাছে যদি কোনও তথ্য থাকে তবে এফবিআইয়ের সাথে যোগাযোগ করুন।' ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেলকে ধরিয়ে দিতে পারলে আড়াই লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি ১৬ লাখ টাকা। (আরও পড়ুন: ভারত নিয়ে এই কথায় সহমত বিদায়ী NSA এবং ট্রাম্প মনোনীত ওয়াল্টজ...)
কে এই ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেল?
ভদ্রেশকুমার চেতনভাই প্যাটেল নামে এই ভারতীয় ব্যক্তি ২০১৫ সালের এপ্রিল মাসে তার স্ত্রী পলককে হত্যা করে। ১৯৯০ সালে গুজরাটে জন্মগ্রহণ করে এই ভদ্রেশকুমার। এফবিআই জানিয়েছে, ২০১৫ সালের ১২ এপ্রিল মেরিল্যান্ডের হ্যানোভারে ডোনাটের দোকানে কাজ করার সময় স্ত্রীকে একাধিকবার আঘাত করে হত্যার অভিযোগ রয়েছে প্যাটেলের বিরুদ্ধে। বর্তমানে তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার, সেকেন্ড ডিগ্রি মার্ডার, ফার্স্ট ডিগ্রি অ্যাসল্ট, সেকেন্ড ডিগ্রি অ্যাসল্ট এবং আহত করার উদ্দেশ্যে বিপজ্জনক ভাবে অস্ত্র চালানো সহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ রয়েছে।
২০১৫ সালে মেরিল্যান্ডের ডানকিন ডোনাটস আউটলেটে কাজ করার সময় স্ত্রী পলককে খুন করেছিল ভদ্রেশকুমার প্যাটেল। অভিযোগ, দোকানের পিছনের ঘরে রান্নাঘরের ছুরি দিয়ে স্ত্রীকে একাধিকবার ছুরিকাঘাত করে প্যাটেল। গভীর রাতের শিফটের সময় এই হত্যাকাণ্ড ঘটে এবং ক্যামেরায় তা ধরা পড়ে। ভিডিয়োতে দেখা যায়, ২৫ বছরের ভদ্রেশকুমার ও তাঁর ২১ বছরের স্ত্রী রান্নাঘরের দিকে হেঁটে যাচ্ছেন। তদন্তকারীদের অনুমান, প্যাটেল ও তাঁর স্ত্রী পলকের মধ্যে মতবিরোধ হয়েছিল। পলক ভারতে ফিরতে চেয়েছিলেন। কারণ এর এক মাস আগেই তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে প্যাটেল মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে চেয়েছিলেন।