পিনাকা, প্রলয় থেকে ব্রহ্মস, আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ একের পর এক মিসাইল এবং ক্ষেপণাস্ত্র সিস্টেম প্রদর্শন করে শক্তি প্রদর্শন করল ভারত। আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উন্মোচন করে প্রজাতন্ত্র দিবসের সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২১ তোপের সঙ্গে সেই সময় বাজে জাতীয় সঙ্গীতের সুর। আকাশপথে এমআই-১৭ হেলিকপ্টারে ভারতীয় জাতীয় পতাকা বহন করে নিয়ে যায়। শুরু হয় কুচকাওয়াজ। আজ দিল্লির রাজপথের কুচকাওয়াজে পিনাকা রকেট সিস্টেম থেকে শুরু করে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম প্রদর্শিত হয়। এছাড়া কুচকাওয়াজে প্রদর্শিত হয় ব্রহ্মস মিসাইল। নাগ মিসাইল সিস্টেমও দিল্লি রাজপথ ধরে এগিয়ে যায় কুচকাওয়াজে। ডিআরডিও-র নজরদারি সিস্টেম ‘রক্ষাকবচ’ প্রদর্শিত হয়। এরই সঙ্গে প্রদর্শিত হয় 'প্রলয়'। (আরও পড়ুন: 'আওয়ামি লিগ যদি দিল্লির কোলে বসে…', নির্বাচনে হাসিনার দলে 'না' ইউনুসের উপদেষ্টার)
আরও পড়ুন: আরজি করে নির্যাতিতার দেহে আঘাতের চিহ্ন নিয়ে ধোঁয়াশা, প্রশ্ন জিন্সে রক্ত নিয়ে
আরও পড়ুন: এবার দূর হবে দুশ্চিন্তা, সরকারি কর্মীদের জন্যে চুপিসারে জারি হল নয়া বিজ্ঞপ্তি
এর মধ্যে দিল্লির রাজপথে প্রথমবার দেখা যায় 'প্রলয়' মিসাইল। এই ব্যালিস্টিক মিসাইলটিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের হামলা রুখতে মোতায়েন করা হয়েছে। ৫ টন ওজনের এই মিসাইলটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। ৩৫০ থেকে ৭০০ কেজি কিংবা ৫০০ থেকে ১০০০ কেজি ওজনের বোমা বহনে সক্ষম এই মিসাইলের ভিন্নি দু'টি সংস্করণ। এই মিসাইলটি দৈর্ঘ্যে ৭.৫ থেকে ১১ মিটার। ৫০০ কিমি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি। (আরও পডুন: গত একমাসে গ্রেফতার ৪০ 'শরিফুল', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রমরমা মহারাষ্ট্রে)
আরও পড়ুন: আরজি করের নির্যাতিতার ম-বাবাকে 'ষড়যন্ত্রকারীদের মুখপাত্র' আখ্যা কুণাল ঘোষের
আরও পড়ুন: এই তো ইউনুসের সরকার চালানোর নমুনা, প্রতি মাসে গড়ে ৩১৩ জন খুন বাংলাদেশে
আত্মনির্ভর ভারতের বার্তা দিয়ে রাজপথে ভারতীয় নৌবাহিনীর ট্যাবলোও ছিল। ফ্লাইপাস্ট করে বায়ুসেনার মিগ ২৯। সেনার তিন বাহিনীর যৌথ ট্যাবলোও প্রদর্শিত হয় দিল্লির কর্তব্যপথে। এদিকে এবারের কুচকাওয়াজে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ট্যাবলোও স্থান পায়। কর্তব্যপথে শক্তি প্রদর্শন করে সেনার টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক রেজিমেন্টও। ভারতীয় সেনার বিভিন্ন রেজিমেন্টও কুচকাওয়াজে অংশ নেয় আজ। (আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু ছাত্র খুন: পরীক্ষা দিতে না গিয়ে দাদার মুখাগ্নি ছোট ভাই অনীকের)
আরও পড়ুন: পদ্মবিভূষণ পাচ্ছেন 'তিন তালাক' বাতিল করা প্রাক্তন CJI জাস্টিস জগদীশ সিং কেহার
আরও পড়ুন: 'নীতি পক্ষাঘাত' দূর হতে পারে 'এক দেশ, এক নির্বাচনে', বললেন রাষ্ট্রপতি
আজকের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট সুবিয়ান্তো এবং রাষ্ট্রপতি মুর্মু বাগি-তে করে আসেন। এছাড়াও আজ দিল্লিতে কুচকাওয়াজ দেখার জন্যে আমন্ত্রিত সমাজের বিভিন্নস্তরের ১০ হাজার অতিথি। ইন্দোনেশিয়া সেনার ১৫২ জন সদস্য আজকের কুচকাওয়াজে অংশ নেন। এছাড়া ইন্দোনেশিয়ার মিলিটারি অ্যাকাডেমির ১৯০ জন ব্যান্ডও ছিল কুচকাওয়াজে। এদিকে আজ দিল্লির রাজপথে কেন্দ্রের বিভিন্ন দফতরের ট্যাবলো চলে। বাংলা সহ একাধিক রাজ্যের ট্যাবলোও সেখানে ছিল।