বাংলা নিউজ > ঘরে বাইরে > মেট্রোতে সবার সামনেই 'জিগল জিগল' ডান্স সুন্দরীর , হুহু করে ভাইরাল ভিডিয়ো

মেট্রোতে সবার সামনেই 'জিগল জিগল' ডান্স সুন্দরীর , হুহু করে ভাইরাল ভিডিয়ো

মেট্রোতে নাচ সুন্দরীর। ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম (Instagram )

মানি ডোন্ট জিগল জিগল গানের স্টেপে পা মেলালেন কাশিকা। মেট্রোতে সবার সামনেই নাচার জন্য যে ভরপুর আত্মবিশ্বাস লাগে, তা বলাই বাহুল্য। অনেকেই কমেন্টে লিখেছেন, 'যদি কাশিকার ছিঁটেফোঁটা কনফিডেন্সও আমার থাকত!'

ইন্টারনেটে ঝড় তুলেছে 'জিগল জিগল' ডান্স চ্যালেঞ্জ। বিশেষ করে ইনস্টাগ্রামে যাঁরা নাচতে ভালোবাসেন, তাঁরা প্রত্যেকেই এর স্টেপস করছেন। এবার এই গানেই মজার রিল বানালেন এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। দিল্লিতে চলন্ত মেট্রোতেই জিগল জিগল ডান্স করলেন তিনি। হ্যাঁ, সবার সামনেই।

ভাইরাল ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কাশিকা বাসি নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। একটি লাল পোলকা-ডট জাম্পস্যুট পরেছেন সুন্দরী কাশিকা। সানগ্লাস দিয়ে রীতিমতো 'Swag' নিয়ে জিগল জিগল ট্রেন্ডের হুক স্টেপটি করলেন তিনি।

কাশিকা ‘স্টার মিস টিন ক্যাপিটাল অফ ইন্ডিয়া’ সুন্দরী প্রতিযোগীতার জয়ী। ‘মিস দিল্লি ২০২১’ শিরোপার জয়ী। বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়েন।

মানি ডোন্ট জিগল জিগল গানের স্টেপে পা মেলালেন কাশিকা। মেট্রোতে সবার সামনেই নাচার জন্য যে ভরপুর আত্মবিশ্বাস লাগে, তা বলাই বাহুল্য। অনেকেই কমেন্টে লিখেছেন, 'যদি কাশিকার ছিঁটেফোঁটা কনফিডেন্সও আমার থাকত!'

তবে, ইনস্টাগ্রাম-ফেসবুকের যুগে সকলেই এগুলিতে অভ্যস্ত। ভ্লগিং বা রিল বানানোর জন্য নাচলে এখন আর মানুষ সেভাবে অবাক হন না। দিল্লি মেট্রোতেও তাই। কাশিকার ব্যাকগ্রাউন্ডে থাকা যাত্রীদের খুব একটা অবাক হতে দেখা গেল না।

তবে ভিডিয়োটা যে নেটিজেনদের মনে ধরেছে, তা বলাই বাহুল্য। এখনও পর্যন্ত ১৫,৪৭০টি লাইক পড়েছে কাশিকার ভিডিয়োটিতে।

আপনার এই ভিডিয়োটি কেমন লাগল? আপনি পারবেন এভাবে মেট্রো বা ট্রেনে সবার সামনে রিল বানাতে? জানান কমেন্টে।

বন্ধ করুন