স্টক মার্কেটে মুনাফা করা মোটেও সহজ বিষয় নয়। এর জন্য প্রচুর ধৈর্য, পড়াশোনা ও তহবিল প্রয়োজন। অনেকেই শেয়ারে স্বল্প সময়ে ভাল রিটার্ন না পেয়ে টাকা তুলে নেন। কিন্তু দীর্ঘ মেয়াদে সেই শেয়ারই বিনিয়োগকারীদের কোটিপতি করে তোলে। সরকারি সংস্থা IOCL তাদের মধ্যে অন্যতম। শেয়ার বৃদ্ধি এবং বোনাসের মাধ্যমে দীর্ঘ মেয়াদী বিনিয়োগকারীদের ভাগ্য বদলে দিয়েছে এই শেয়ার। আজ আমরা জানব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এর শেয়ারের বিষয়ে।
IOCL গত ২০ বছরে বিনিয়োগকারীদের ৪ বার বোনাস শেয়ার দিয়েছে। এই কারণেই এই স্টক ধরে রাখা বিনিয়োগকারীদের মূলধন মাত্র ১ লাখ টাকা থেকে প্রায় ১০০ গুণ বেড়েছে। বিনিয়োগকারীদের কারও কারও ১ লক্ষ টাকা বেড়ে এখন ১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আরও পড়ুন :TCS, Infosys-এর শেয়ারে বড় পতন!
IOCL ভাল বোনাসও দিয়েছে
গত ২১ বছরে IOCL মোট ৪ বার বোনাস দিয়েছে। ২০০৯, ২০১৬, ২০১৮ এবং ২০২২ সালে বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দিয়েছিল সংস্থা। ২০০৯ সালের অক্টোবরে প্রথমবার কোম্পানির পক্ষ থেকে শেয়ার পিছু একটি করে বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করা হয়। প্রায় ৭ বছর পর, ২০১৬ সালে ফের বিনিয়োগকারীদের এক একটি শেয়ারের উপর বোনাস হিসাবে আরও একটি করে শেয়ার দেওয়া হয়। ২০১৮ সালে, IOCL আবার ১:১ অনুপাতে বোনাস দেয়। অন্যদিকে চলতি বছরের জুনে ১:২ অনুপাতে বিনিয়োগকারীদের বোনাস দিয়েছে IOCL (দু'টি শেয়ার পিছু এক-একটি শেয়ার)।
বোনাস শেয়ারেই অর্ধেক লাভ
কোনও বিনিয়োগকারী যদি ২১ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তিনি 7 টাকা করে প্রায় ১৪,২৮৫টি শেয়ার পেতেন। ২০০৯ সালে বোনাস শেয়ার ঘোষণার পর, তাঁর হাতেই শেয়ার বেড়ে ২৮,৫৭০টি হয়ে যেত। ২০১৬ সালে আবারও বোনাস শেয়ারের ঘোষণা হয়। আর তার ফলে শেয়ারের সংখ্যা বেড়ে ৫৭,১৪০ হয়ে যায়।
কোম্পানিটি আবারও ২০১৮ সালে বোনাস শেয়ার ঘোষণা করে। এরপর অবস্থানগত বিনিয়োগকারীদের শেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১,১৪,২৮০টি। আর সর্বশেষ ২০২২ সালের বোনাস শেয়ার ঘোষণার পর বিনিয়োগকারীদের শেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭১,৪২০টি। আরও পড়ুন : Multibagger 2022: ৫৭২ টাকা থেকে ৯৩১! মাত্র ৬ মাসে ৬৪% বেড়েছে এই প্রতিরক্ষা স্টক
১ লক্ষ টাকা বেড়ে ১.১২ কোটি টাকা
কোম্পানির শেয়ারের দাম বর্তমানে প্রায় ৬৫ টাকার আশেপাশে। অর্থাৎ, যদি কোনও বিনিয়োগকারী ২১ বছর আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাঁর রিটার্ন ১,৭১,৪২০টি শেয়ারের হিসাবে ১.১২ কোটি টাকা হয়ে যেত।
বিঃ দ্রঃ - শেয়ার বাজার সংক্রান্ত প্রতিবেদনগুলি তথ্য ও পরিসংখ্যান মাত্র। শেয়ার ক্রয়ের সুপারিশ নয়।