গত সপ্তাহে লন্ডনে মালয়েশিয়ার ব্যবসায়ি বিনোদ শেখরের ওপর হামলা চালায় দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এই হামলায় পেট্রা গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অফিসার সামান্য আহত হয়েছেন। শেখর ফেসবুকে এই ভয়াবহ ঘটনা সম্পর্কে পোস্ট করেন। সেই পোস্টেই তিনি জানান, তাঁর স্ত্রী তাঁকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন এবং হামলাকারীদের বিরুদ্ধে লড়াই করেন। লন্ডনের নিরাপত্তার সঙ্গে কুয়ালালামপুরের তুলনা করেন বিনোদ শেখর।
অক্সফোর্ডে একদিন কাটানোর পরে ব্যাটারসি পাওয়ার স্টেশনের কাছে অবস্থিত অ্যাপার্টমেন্টে ফিরে আসেন শেখর এবং তাঁর স্ত্রী। সেই সময় ছিনতাইকারীদের এই হামলা ঘটে। ফেসবুক পোস্টে পেট্রা গ্রুপের চেয়ারম্যান জানান যে লন্ডনে তাঁর মেয়ে তারার অ্যাপার্টমেন্টের বাইরে দু'জন তাঁকে আক্রমণ করে। ব্যাটারসি পাওয়ার স্টেশনের কাছে অবস্থিত এই অ্যাপার্টমেন্ট। শেখর বলেন, 'আমি যখন গাড়ি পার্ক করে নামলাম, তখন হঠাৎ দু'জন লোক হাজির হয়।' ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী জানান, ওই ব্যক্তিরা তাঁর ওপর আক্রমণ করে এবং হামলার সময় তাঁর ঘড়ি ছিঁড়ে যায়। শেখর লেখেন, 'হামলায় আমি সামান্য আঘাত পাই। তারা আমার দিকে ছুটে আসে, আমাকে শ্বাসরোধ করে, বুকে এবং উরুতে কয়েকবার আঘাত করে এবং আমার কব্জি থেকে ঘড়িটি ছিঁড়ে ফেলে।'
এরপর তিনি আরও জানান, তিনি গত বছরই ভারতে হার্ট ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন। এদিকে এই হামলাকারীদের সাথে তাঁর স্ত্রীর লড়াই করার কথা উল্লেখ করেন শেখর। পোস্টে তিনি জানান, তাঁর স্ত্রী উইনি ইয়েপ তাঁকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। তাঁর হাতে থাকা ব্যাগটি ঘুরিয়ে হামলাকারীদের পালটা আঘাতের চেষ্টা করেন শেখরের স্ত্রী। হামলাকারীদের দিকে চিৎকার করেন ইউনি ইয়েপ। এরপর সেই হামলাকারীরা নিজেদের বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। স্ত্রীকে 'সিংহী' আখ্যা দেন শেখর।