নতুন বছর পড়তেই অনেকের বাড়িতেই কেনা হয়ে যায় ট্রেনের টাইমটেবিল। এবছর ২০২৫ সালে রেলের টাইমটেবিলে রয়েছে বেশ কয়েকটি দিক। প্রথমবারের জন্য এবারই সাধারণ ট্রেনগুলির সঙ্গে স্পেশ্যাল ট্রেনের তালিকাও ঢুকে গিয়েছে রেলের টাইমটেবিলে। ৪,০৫৬ টি স্পেশ্যাল ট্রেনের তালিকা এবার জায়গা করে নিয়েছে রেলের টাইমটেবিলে।
নতুন যে টাইমটেবিল প্রকাশিত হয়েছে, তাতে ২৮৭৫ টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। তারমধ্যে এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনও রয়েছে। এছাড়া বহু স্টেশনে ট্রেন ছাড়া ও পৌঁছানোর সময়েও বড়সড় পরিবর্তন এসেছে। এছাড়াও ৭৪ টি নতুন ট্রেন সংযুক্ত করা হয়েছে ২০২৫ সালের রেলের টাইম টেবিলে। তারমধ্যে ৩৪ টি নতুন বন্দে ভারত, ২ জোড়া অমৃত ভারত জায়গা করে নিয়েছে। একটি জোড়া 'নমো ভারত ব়্যাপিড রেল' ও রয়েছে টাইমটেবিলে। সঙ্গে রয়েছে ৩৭ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেনের তালিকা।
সাউথ ইস্টার্ন রেলে কয়টি বন্দে ভারত রয়েছে?
ইতিমধ্যেই সাউথ ইস্টার্ন রেলের টাইম টেবিলও প্রকাশ্যে এসেছে। সেখানে একাধিক বন্দে ভারতের নাম রয়েছে। রেলের আধুনিকীকরণের উদ্দেশে আশা করা হচ্ছে আরও দ্রুত যোগাযোগের স্বার্থে এই বন্দে ভারত প্রভাব ফেলবে গণ পরিবহনে।
20887/20888 রাঁচি-ারাণসী-রাঁচি- বন্দে ভারত এক্সপ্রেস
20891/20892 টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস
20893/20894 টাটানগর-পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস
20871/20872 হাওড়া-রাউরকেল্লা- হওড়া বন্দো ভারত এক্সপ্রেস
21893/21894 টাটানগর-পাটনা-টাটানগর বন্দেভারত এক্সপ্রেস
21895/21896 টাটানগর-পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস
দেখা যাক মেল ট্রেনগুলি:-
18051/18052 বাদামপাহাড়-রাউরকেল্লা-বাদামপাহাড় এক্সপ্রেস
13434/13435 মালদা টাউন-এসএনভিটি বেঙ্গালুরু- মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস
18427/18428 পুরী আনন্দবিহার-পুরী এক্সপ্রেস
13513/13514 আসানসোল-হাতিয়া-আসানসোল এক্সপ্রেস
22358/22357 গয়া-এলটিটি-মুম্বই গয়া এক্সপ্রেস
মেমু ট্রেন:-
এছাড়াও টাইমটবিলে উল্লেখ রয়েছে মেমু ট্রেনেরও।
১ জোড়া রাউরকেল্লা-টাটানগর-রাউরকেল্লা মেমু ট্রেন।
৩ জোড়া বালেশ্বর-গোপীনাথপুর-বালেশ্বর মেমু ট্রেন।
মহাকুম্ভ নিয়ে রেলের টাইমটেবিল:-
এদিকে, ২০২৫ সালে আসছে মহাকুম্ভ। তা ঘিরে ১৩০০০ ট্রেন যাত্রী সরবরাহে নিয়োজিত থাকবে বলে রেল সূত্রের খবর। মনে করা হচ্ছে এবারের মহাকুম্ভে ৪৫ কোটি পূণ্যার্থী থাকবেন। তাঁদের মধ্যে ১০ কোটি মানুষ রেলে যতায়াত করবেন মনে অনুমান। তাঁদের দিকে তাকিয়ে রেলের এই আয়োজন।