ঘুরতে যাওয়ার পরিকল্পনা অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হতেই পারে। আগে এই ধরনের ঘটনা ঘটলে রেলযাত্রীদের বিড়ম্বনায় পড়তে হত। টিকিট বাতিল থেকে নতুন টিকিট কাটা নিয়ে ঝামেলা পোহাতে হত যাত্রীদের। তবে ভারতীয় রেল এবার যাত্রীদের সুবিধার্থে একটি নতুন নীতি চালু করতে চলেছে। আগামী জানুয়ারি থেকে যাত্রীরা কনফার্মড টিকিটে নিজেদের যাত্রার তারিখ বদল করার বিকল্প পাবেন অনলাইনেই। আর এর জন্য দিতে হবে না বাড়তি কোনও ফি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এই কথা বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই।
বর্তমানে যাত্রায় অদল বদল হলে আগে টিকিট বাতিল করতে হত। এর জেরে জরিমানা গুনতে হত যাত্রীদের। এরপর নতুন যাত্রার তারিখে টিকিট কাটতে হত। এবার ততদিনে হয়ত নয়া তারিখে কনফার্মড টিকিটও নেই। এই আবহে টিকিট কেটেও যাত্রার বিষয়টি অনিশ্চিত থেকে যায়। তবে এবার থেকে কনফার্মড টিকিটে যাত্রার তারিখ বদলানো যাবে কোনও বাড়তি ফি না দিয়েই। বর্তমান ব্যবস্থা নিয়ে রেলমন্ত্রী নিজেই বলেন, 'এই ব্যবস্থা অন্যায্য। এতে রেলযাত্রীদের কোনও সুবিধা হয় না।' এই আবহে যাত্রী সুবিধার্থে নয়া ব্যবস্থা চালু করার জন্য নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে জানান অশ্বিনী বৈষ্ণব।
অবশ্য, নয়া নিয়মে তারিখ বদল করলে যে সেই টিকিট কনফার্মডই হবে, তার কোনও নিশ্চয়তা থাকবে না। যাত্রার তারিখ বদল করলে সংশ্লিষ্ট ট্রেনের আসন কটা বাকি আছে, তার ওপর নির্ভর করেই নয়া টিকিট ইস্যু করা হবে। এদিকে যে সব ট্রেনে ডাইনামিক ফেয়ার চালু হয়েছে, তাতে যদি নয়া যাত্রার তারিখে টিকিটের দাম আগের টিকিটের থেকে বেশি হয়, তাহলে সেই ব্যবধান মিটিয়ে দিতে হবে যাত্রীদের। তবে তাও এই নয়া ব্যবস্থায় টিকিট বাতিলের ঝামেলা থেকে যাত্রীদের মুক্তি দেবে বলে আশা করছেন রেলমন্ত্রী। উল্লেখ্য, বর্তমান নিয়মে যাত্রার ৪৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নিয়ে রিফান্ড দেওয়া হয়। এদিকে যাত্রার ১২ থেকে ৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ক্যানসেলেশন ফি-র পরিমাণও বাড়তে থাকে।