বুধবার, রুপি আমেরিকান মুদ্রার বিপরীতে ৭৭.৬৮ টাকায় ক্লোজ হয়েছিল।বৃহস্পতিবার ফলে ইন্ট্রা-ডে-তে ডলার পিছু ভারতীয় মুদ্রা রেকর্ড সর্বনিম্ন ৭৭.৮১ টাকায় পৌঁছেছে।
1/6বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে রুপি আরও ১৩ পয়সা কমে গিয়েছে। তার ফলে ইন্ট্রা-ডে-তে ডলার পিছু ভারতীয় মুদ্রা রেকর্ড সর্বনিম্ন ৭৭.৮১ টাকায় পৌঁছেছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ক্রমাগত বিদেশি পুঁজি নির্গমনের কারণে টাকার দাম হ্রাস পেয়েছে। ফাইল ছবি: পিক্সাবে (REUTERS)
2/6আন্তঃব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে, রুপি মার্কিন ডলারের বিপরীতে ৭৭.৭৪ এ খোলে। তারপর তা নিম্নমুখী হয়ে ৭৭.৮১ টাকায় নেমে আসে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/6রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বুধবার মূল সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। পাঁচ সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার সুদের হার বৃদ্ধি। দেশ ও আন্তর্জাতিক বাজারে দামের বৃদ্ধির প্রেক্ষিতে রাশ টানতে মরিয়া কেন্দ্রীয় ব্যাঙ্ক।(ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (REUTERS)
5/6এর আগে গত ৪ মে ৪০ বিপিএস সুদের হার বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
6/6ভারতীয় ইক্যুইটি মার্কেটে, ৩০ শেয়ার সেনসেক্স 10.05 পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়েছে। 54,902.54-এ ট্রেড করছে। NSE নিফটি 5.65 পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে 16,361.90-তে দাঁড়িয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (REUTERS)