আজ থেকে সম্বৎ (আর্থিক ক্যালেন্ডার) ২০৮১ শুরু হচ্ছে। এই আবহে শেয়ার বাজারে মুহুরত ট্রেডিং হবে আজ। এর আগে বিগত কয়েক সপ্তাহ ধরে শেয়ার বাজারের সূচক নিম্নমুখী ছিল। তবে গত দিওয়ালি থেকে এই দিওয়ালি পর্যন্ত সময়কালে ভারতীয় শেয়ার বাজারের বিনিয়োগকারীদের পকেটে ভরেছে ১.৫ ট্রিলিয়ন ডলার। রিপোর্ট অনুযায়ী, গত এক মাস সময়কালে ৬ শতাংশ পতন হয়েছে সেনসেক্স এবং নিফটি। গতবছর দিওয়ালি থেকে এবছরের দিওয়ালি পর্যন্ত ভারতীয় বিনিয়োগকারীদের পকেটে ১২৮ লাখ কোটি টাকা ঢুকেছে। গতবছর দিওয়ালিতে সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৬৫,২৪৯ পয়েন্টে। নিফটি দাঁড়িয়ে ছিল ১৯,৫২২ পয়েন্টে। (আরও পড়ুন: নয়া মাসে নয়া নিয়ম, SBI ক্রেডিট কার্ডে সারচার্জ ৩.৭৫%, ফেস্টিভ অফার দিচ্ছে PNB)
আরও পড়ুন: অবশেষে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, একলাফে ডিএ বেড়ে ৪২%, এখন 'ফারাক' আর ১১ শতাংশের
আরও পড়ুন: জন্ম শিলংয়ে, পড়াশোনা নরেন্দ্রপুরে, মোদীর উপদেষ্টা বিবেক দেবরায় কে ছিলেন?
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বরে বম্বের শেয়ার বাজারের সূচক সর্বকালীন সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। তবে এরপর থেকে একমাসে ক্রমাগত পতন হয়েছে সেনসেক্সের। এই আবহে গত ২৬ সেপ্টেম্বরের তুলনায় ২৬ অক্টোবর সেনসেক্স ৬ হাজারেরও বেশি নীচে নেমে গিয়েছিল। আর গত ৫ দিনে সেনসেক্স আরও ৫৪৪.২৭ পয়েন্ট (০.৬৮ শতাংশ) পড়েছে। ৩১ অক্টোবর শেয়ার বাজারে ছোটখাটো ধস নেমেছিল ফের। তার আগে অবশ্য কয়েকদিন কিছুটা ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স। তবে বৃহস্পতিবার সেনসেক্স পড়ে গিয়েছিল ৫৫৩.১২ পয়েন্ট। এদিকে গতকাল নিফটি পড়েছিল ১৩৬ পয়েন্ট। এই আবহে নিফটি৫০ দাঁড়িয়ে ২৪,২০৫ পয়েন্টে। (আরও পড়ুন: নয়া মাসে সরকারি কর্মীরা পেতে পারেন বড় সুখবর, বাড়তে পারে...)
আরও পড়ুন: কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডার কিনতে অনেকেরই ১৯.৫৭ টাকা বেশি খরচ হচ্ছে?
আরও পড়ুন: ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট কাটার নিয়ম বদল আজ থেকে, আর আগেই যাঁরা কেটেছিলেন...
এদিকে আজ দিনভর বন্ধ থাকলেও এক ঘণ্টার জন্য লেনদেন হবে শেয়ার বাজারে। আজ মুম্বইতে দিওয়ালির ছুটি। সেই উপলক্ষে বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ‘মুহুরত’ ট্রেডিং হবে আজ। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত শেয়ার বাজার খোলা থাকবে আজ। বম্বে স্টক এক্সচেঞ্জের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ প্রি ওপেনিং সেশন বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে শুরু হবে। লেনদেনের মডিফিকেশন শেষ হবে ৭টা ১০ মিনিটে। এর আগে ২০২৩ সালে মুহুরত ট্রেডিংয়ের দিনে সেনসেক্স এবং নিফটি যথাক্রমে ৩৫৪ এবং ১০০ পয়েন্ট বেড়েছিল। উল্লেখ্য, শেয়ার বাজারের এই মুহুরত ট্রেডিং প্রতীকী।