বাংলা নিউজ > ঘরে বাইরে > ইন্দো-নেপাল সীমান্তে কালী নদীর পাড় বাঁধাই শুরু করল ভারত, কেন জানেন?

ইন্দো-নেপাল সীমান্তে কালী নদীর পাড় বাঁধাই শুরু করল ভারত, কেন জানেন?

কালি নদীর পাড় বাঁধাইয়ের কাজ চলছে।

রাজ্য সেচদফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অরবিন্দ সাইনি জানিয়েছেন এজন্য প্রায় ৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কালী নদীর তির বরাবর পাড় বাঁধাইয়ের কাজ শুরু করে দিল ভারত। ধরচুলা এলাকাতে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য এই বাঁধ নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে। তবে ইতিমধ্য়েই নেপাল তাদের দিকে পাড় বাঁধাইয়ের কাজ করে ফেলেছে। এদিকে গতবছর জুন মাসে পিথারোগড়ের জেলাশাসক এনিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছিলেন। নেপাল তখন তাদের দিকে চেক ড্যাম ও পাড় বাঁধাইয়ের কাজ করছিল। এর জেরে ইন্দো নেপাল সীমান্তে ভারতের দিকে বন্যার আশঙ্কা প্রবল হতে শুরু করে। কারণ জেলা প্রশাসন সূত্রে খবর, নেপাল তাদের দিকে পাড় বাঁধাইয়ের কাজ করেছে। এর জেরে এবার নদী ভারতের দিকে ধাক্কা খাবে। বর্ষার সময় জলস্তর বাড়লে ভারতের গ্রাম ভাসতে পারে। সেকারণেই আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সেকারণেই ধরচুলা এলাকায় ১৭১৫ মিটার লম্বা পাড় বাঁধানোর কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্য সেচদফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অরবিন্দ সাইনি জানিয়েছেন এজন্য প্রায় ৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্বে খোটিলা থেকে ঘাট খোলা পর্যন্ত কাজ হবে। এরপর ঘাট খোলা থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত পরবর্তী পর্যায়ের কাজ হবে। চলতি বছরেই বর্ষার আগে কাজ শেষ করা টার্গেট নেওয়া হয়েছে। নেপালের দিকে বাঁধ তৈরির সময় থেকে ভারতের দিকে লোকজনও কালী নদীর পাড় বাঁধাইয়ের দাবি করেছিলেন। সেই কাজই শুরু হচ্ছে এবার।

 

বন্ধ করুন