বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত ৯৭৮ জন ভারতীয় পড়ুয়া দেশে ফিরতে পেরেছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। আজ এক বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রক জানায়, বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৭৮ জন এবং বিমানে করে ২০০ জন ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন। এদিকে আরও ৪০০০ জন পড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে ফেরার জন্যে হাইকমিশন এবং ডেপুটি হাইকমিশনগুলির সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: বাংলাদেশের ছাত্র আন্দোলন হাইজ্যাক করেছে জামাত? সমন্বয়ককে বহিষ্কার ঘিরে গুঞ্জন)
আরও পড়ুন: সম্প্রচারের মাঝে 'বন্ধ' বাংলাদেশি খবরের চ্যানেলে, ওপার বাংলা যেন 'অন্ধকার দ্বীপ'
হিংসা কবলিত বাংলাদেশ থেকে গত বৃহস্পতিবার মেঘালয়ে ঢুকেছেন ২০২ জন ভারতীয় এবং ১০১ জন নেপালি। এছাড়া ৭ জন ভুটানি নাগরিকও গতকাল মেঘালয়ে প্রবেশ করেন বলে জানা গিয়েছে। শুক্রবারও এই সীমান্ত দিয়ে ভারতীয়রা দেশে প্রবেশ করে। এই আবহে এখনও পর্যন্ত মেঘালয়ের দকি চেকপোস্ট দিয়ে ৪০৫ জন ভারতীয় পড়ুয়া এদেশে ফিরেছেন বলে জানিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। এদিকে পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে শুক্রবার ২৬০ জন ভারতীয় বাংলাদেশ থেকে ফিরলেন নিজের দেশে। এছাড়াও শুক্রবার আরও ১৩ জন নেপালিও ভারতে এসেছেন বাংলাদেশ থেকে। জানা গিয়েছে, গতকাল বাংলাদেশ থেকে ভারতে ফেরা ভারতীয়দের মধ্যে ১২৫ জনই পড়ুয়া ছিলেন। গেদে সীমান্ত দিয়ে ঢুকেছেন তাঁরা। এদের মধ্যে ৮০ জনের একটা দল একাধিক ট্যাক্সি ভাড়া করে 'কনভয়' বানিয়ে সীমান্তে পৌঁছেছিলেন নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে। জানা গিয়েছে, মানিকগঞ্জে এক বেসরকারি মেডিক্যাল কলেজে পড়তেন এই ৮০ জন ভারতীয়।
মানিকগঞ্জের মেডিক্যাল কলেজে পড়া ভারতীয়দের মধ্যে অন্যতম হলেন আসিফ হুসেন। তিনি জানান, তাঁদের কলেজে কোনও সমস্যা হয়নি। তবে মানিকগঞ্জ শহরে ঝামেলা শুরু হয়েছে বলে জানতে পারেন তাঁরা। এই আবহে দ্রুত একাধিক ট্যাক্সি ভাড়া করা হয়। সেই কলেজে পড়াশোনা করা ৮০ জন ভারতীয় ট্যাক্সির কনভয় করে ভারত সীমান্তে এসে পৌঁছন, যা কি না মানিকগঞ্জ থেকে ১৭০ কিলোমিটার দূরে। এদিকে এরই মাঝে ইস্টার্ন মেডিক্যাল কলেজ নামক এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। জানা গিয়েছে কুমিল্লায় অবস্থিত এই কলেজে ১২৭ জন ভরতীয় পড়াশোনা করেন। এই কলেজের ক্যাম্পাস চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কাবিলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। রিপোর্ট অনুযায়ী, এই পড়ুয়ারা সোনামুড়া সীমান্ত হয়ে আগরতলা দিয়ে ভারতে ফেরার চেষ্টা করছেন। এর জন্যে সেই ভারতীয় পড়ুয়ারা বাস ভাড়া করেছেন ক্যাম্পাস থেকে সীমান্ত পর্যন্ত যাওয়ার জন্যে।
এদিকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং ডেপুটি হাইকমিশনের নম্বর জেনে নিন… ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ফোন নম্বর - + ৮৮০১৯৩৭৪০০৫৯১; চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের নম্বর - +৮৮০১৮১৪৬৫৪৭৯৭, +৮৮০১৮১৪৬৫৪৭৯৯; রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের নম্বর - +৮৮০১৭৮৮১৪৮৬৯৬; সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের নম্বর - +৮৮০১৩১৩০৭৬৪১১; খুলনায় ভারের সহকারী হাইকমিশনের নম্বর - +৮৮০১৮১২৮১৭৭৯৯।