বাংলা নিউজ > ঘরে বাইরে > India-Bangladesh Trade News: ‘ওরা আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, আমরাও তাই ব্যবসা বন্ধ করলাম’, ঘোষণা অসমের ব্যবসায়ীদের

India-Bangladesh Trade News: ‘ওরা আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, আমরাও তাই ব্যবসা বন্ধ করলাম’, ঘোষণা অসমের ব্যবসায়ীদের

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ রাখার ঘোষণা অসমের ব্যবসায়ীদের একাংশের।

করিমগঞ্জ জেলা রফতানি-আমদানি কো-অর্ডিনেশন কমিটির তরফে অমরেশ রায় জানান, পড়শি দেশ বাংলাদেশে যেভাবে হিন্দু-সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালানো হচ্ছে, তাঁরা সেইসব ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু-সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার শুরু হয়েছে, এবং যেভাবে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, এবার সঙ্গবদ্ধভাবে তার প্রতিবাদে নামলেন অসমের ব্যবসায়ীদের একাংশ। শ্রীভূমি জেলার প্রায় ৫০০ জন ব্যবসায়ী ঘোষণা করলেন, বাংলাদেশের সঙ্গে আর কোনও ব্যবসা করবেন না তাঁরা। বন্ধ রাখবেন আমদানি ও রফতানি বাণিজ্য।

সোমবার সকালে শ্রীভূমি শহরের একটি স্থানে জমায়েত করেন ওই ব্যবসায়ীরা। তাঁরা বেশ কিছু বাংলাদেশি পণ্য পুড়িয়ে নিজেদের প্রতিবাদ জানান। ওই বাংলাদেশি পণ্যগুলি অনেক আগেই বাংলাদেশ থেকে ভারতে রফতানি করা হয়েছিল বলে জানিয়েছেন প্রতিবাদীরা।

করিমগঞ্জ জেলা রফতানি-আমদানি কো-অর্ডিনেশন কমিটির তরফে অমরেশ রায় জানান, পড়শি দেশ বাংলাদেশে যেভাবে হিন্দু-সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালানো হচ্ছে, তাঁরা এভাবেই সেইসব ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিনিধিকে অমরেশ রায় বলেন, 'ওঁরা কোনও কারণ ছাড়াই ভারতের নামে নোংরা কথা বলছেন। ভারতকে অভিযুক্ত করছেন। কিন্তু, সম্প্রতি আমরা দেখলাম, ওঁরা ভারতের জাতীয় পতাকার পর্যন্ত অমর্যাদা করলেন! এটা আমরা কিছুতেই সহ্য করব না। আমাদের কাছে দেশ সবার আগে। এবং আমরা এই ধরনের কোনও দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাই না।'

অমরেশ আরও জানিয়েছেন, শ্রীভূমিতে অসংখ্য ব্যবসায়ী সংগঠন রয়েছে। এবং কো-অর্ডিনেশন কমিটি সেই সমস্ত সংগঠনের যৌথ প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, 'আমরা সকলে সমবেতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা স্থির করেছি, যত দিন পর্যন্ত না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আগের অবস্থায় ফিরছে, তত দিন আমরা ওদের সঙ্গে কোনও বাণিজ্যিক লেনদেন করব না।'

প্রসঙ্গত, ভারতের উত্তর-পূর্বাংশে সব মিলিয়ে মোট ১৩টি স্থলবন্দর এবং চারটি জলবন্দর রয়েছে, যেগুলির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালানো হয়। শ্রীভূমিতে অবস্থিত সুতরখান্ডি সেগুলির মধ্যে অন্যতম। এই ভৌগোলিক অঞ্চলের অন্য গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলি হল - মেঘালয়ের দাউকি এবং ত্রিপুরার আখাউরা।

উত্তর-পূর্ব ভারত থেকে বাংলাদেশে মূলত যে পণ্যগুলি রফতানি করা হয়, সেগুলি হল - কয়লা, পাথর, চুনাপাথর, আদা, পেঁয়াজ, চাল, শুকনো লঙ্কা এবং বিভিন্ন ধরনের ফল।

পরিবর্তে বাংলাদেশ থেকে আমদানি করা হয় - কাঠের তৈরি আসবাব, বিভিন্ন ধরনের প্লাস্টিকের তৈরি সামগ্রী, সিমেন্ট, জিআই শিট, ওয়েস্ট কটন, লোহার রড, মাছ, আচার, সফট ড্রিঙ্কস, বিস্কুট এবং কিছু অন্যান্য খাদ্য পণ্য।

পরবর্তী খবর

Latest News

মনখারাপের পথ্য! মেজাজ খারাপ হলেই এই খাবারগুলি খান, কিছুটা হালকা লাগবে কোহলি-রোহিতদের নতুন ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক প্রায় ১০০ শতাংশ বেতন বৃদ্ধি! মাসে কত টাকা পাবেন ত্রিপুরার মন্ত্রী-বিধায়করা? হাওড়ায় ৭৫ হাজার কাজের সম্ভাবনা, ক্ষুদ্র শিল্পের মরা গাঙে আসছে জোয়ার চোরের মতো দেখছেন সিসিটিভি-কে! প্রকাশ্যে সইফকে আক্রমণ করা ব্যক্তির ছবি বাংলায় প্রথম হাসপাতালের ছাদে নামবে এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসা পরিষেবায় নয়া জোর মুজিবের পরিবারের সদস্যদের নাম মুছে গেল বাংলাদেশের ১৩ বিশ্ববিদ্যালয় থেকে! আদিবাসী নাগরিকদের রক্তে ভাসল ঢাকার রাস্তা! ‘আমাদের ঈমান ঠিক আছে তো?’ প্রশ্ন জয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে পুলিশকে কোপাল দুষ্কৃতীরা ‘দমবন্ধ লাগে…’ জীবনে বারবার ডিপ্রেশনের ফেজ এসেছে, কীভাবে সামলেছেন সোহিনী?

IPL 2025 News in Bangla

‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.