প্রেমের টানে পাক-ভূমে ঢুকে ফাঁপড়ে পড়লেন এক যুবক। অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেফতার করল পাকিস্তানের পুলিশ!
টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে ধরা পড়া ওই যুবকের বাদল বাবু। ৩০ বছরের বাদল বাবু উত্তরপ্রদেশের আলিগড় জেলার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল বাদল বাদলের। ক্রমে তা গড়ায় প্রেমের সম্পর্কে। ভার্চুয়াল প্রেমিকাকে সামনাসামনি দেখার জন্য উদগ্রীব হয়ে যান বাদল। কিন্তু, ঘটনাচক্রে সেই তরুণী পড়শি পাকিস্তানের নাগরিক এবং সেখানকারই বাসিন্দা।
এই অবস্থায় সেই তরুণীর সঙ্গে দেখা করতে বেআইনিভাবে পাকিস্তানে ঢুকে পড়েন নাগলা খাতকরি গ্রামের বাসিন্দা বাদল বাবু। গত ২৭ ডিসেম্বর পাকিস্তানের মান্ডি বাহাউদ্দিন শহর থেকে তাঁকে পাকড়াও পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেরায় বাদল বাবু স্বীকার করেছেন, তাঁর কাছে পাকিস্তানের ঢোকার কোনও বৈধ নথি ছিল না। প্রেমের টানেই বিনা অনুমতিতে পাকিস্তানে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন তিনি।
জেরায় আরও জানা গিয়েছে, যেহেতু বাদলের কাছে পাসপোর্ট বা ভিসা, কিছু নেই, তাই গোপনে পাকিস্তানে ঢোকা ছাড়া তাঁর হাতে নাকি আর কোনও উপায় ছিল না। কিন্তু, সেটা করতে গিয়েও যথেষ্ট বেগ পেতে হয় তাঁকে।
বাদল বাবু জানিয়েছেন, ভারত-পাক সীমান্তে প্রচুর পরিমাণে কড়া পাহারা থাকে, তাই একাধিকবার চেষ্টা করার পরই পাকিস্তানে ঢুকতে সফল হন বাদল। যদিও তারপরও সেই ফেসবুক প্রেমিকার কাছে পৌঁছতে পারেনি বাদল বাবু। তার আগেই তাঁকে শ্রীঘরে ঢুকিয়ে দেয় পাকিস্তানের পুলিশ।
পাকিস্তানের বিদেশি নাগরিক আইন (১৯৪৬) অনুসারে, বাদল বাবুর বিরুদ্ধে ১৩ ও ১৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করার কিছুক্ষণের মধ্যেই বাদল বাবুকে পাকিস্তানের সংশ্লিষ্ট আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তাঁর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১০ জানুয়ারি।
এদিকে, এই ঘটনার জেরে সীমান্তের দুই পারেই তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, সত্যিই বাদল বাবু প্রেমের টানে পড়শি দেশে ঢুকেছিলেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য।
অন্যদিকে, এই ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছেন বাদল বাবুর প্রতিবেশীরা। তাঁদেরই একজন সাংবাদিকদের বলেন, 'বাদল বরাবরই খুব মুখচোরা ছেলে। ও যে এভাবে শুধু প্রেমের টানে এমন কাণ্ড ঘটাবে, একথা আমরা কেউ কল্পনাও করতে পারিনি!'