ইতালির লাতিনায় একটি ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতীয় কৃষি শ্রমিক সৎনাম সিং। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ তিনি রাস্তায় পড়ে থাকেন। ওই অবস্থাতেই তার মৃত্যু হয়। তাঁর হাতে মারাত্মক আঘাত লাগে। হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইতালির দক্ষিণ রোমের এই অঞ্চলটি বহু ভারতীয় অভিবাসী শ্রমিকের আবাসস্থল।
এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার লাতিনার একটি খামারে কাজ করার সময় সৎনাম সিং গুরুতর আহত হন। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে না নিয়ে গিয়ে, তাঁর বাড়ির কাছে রাস্তায় ফেলে রাখা হয়। ইতালির শ্রমমন্ত্রী মারিনা কালডেরোনে সংসদে এই ঘটনাটি জানিয়ে বলেন, এটি একটি ‘বর্বরতার কাজ’। এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।
ইতালিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।
আরও পড়ুন। হজ যাত্রায় গিয়ে মৃত্যু ৬৪৫ পুণ্যার্থীর, তার মধ্যে ৬৮ জন ভারতীয়, ৫০ ডিগ্রির উপর তাপমাত্রা
ফ্লাই সিজিআইএল ট্রেড ইউনিয়নের মতে, সৎনাম সিং-এর হাত খামারে কাজ করার সময় কেটে যায়। সহায়তা পাওয়ার পরিবর্তে, তাকে তার বাড়ির কাছের রাস্তায় ফেলে রাখা হয়েছিল।
ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, লাতিনা অঞ্চলের গ্রামীণ এলাকায় হাজার হাজার ভারতীয় অভিবাসী শ্রমিক বাস করছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইতালির লাতিনায় একজন ভারতীয় নাগরিকের দুঃখজনক মৃত্যুর বিষয়ে অবগত রয়েছি। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং কনস্যুলার সহায়তা প্রদান করা হবে।’
সংবাদসংস্থা এএনআই-কে ফ্লাই সিজিআইএল ট্রেড ইউনিয়ন জানিয়েছে, সৎনাম সিংকে তাঁর নিয়োগকর্তা চিকিৎসা কেন্দ্রে না নিয়ে গিয়ে বাড়ির কাছে রাস্তায় আবর্জনার ব্যাগের মতো ফেলে রাখা হয়েছিল।’
আরও পড়ুন। আততায়ীদের গুলিতে নিহত ২০১৮-এ জম্মুতে হামলার মূলচক্রী প্রাক্তন পাক ব্রিগেডিয়ার
মারিনা কালডেরোনে জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে এবং দোষীদের শাস্তি দেওয়ার চেষ্টা করছে।
সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, সৎনাম সিং বৈধ কাগজপত্র ছাড়াই কাজ করছিলেন। পুলিশ জানিয়েছে, সিং-এর স্ত্রী এবং বন্ধুরা তাঁদের জানানোর পর একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
লাতিনার ওই অঞ্চলটি শ্রমিক শোষণের জন্য পরিচিত। সৎনাম সিং-এর সঙ্গে যে আচারণ করা হয়েছে তাঁর নিন্দা করেছে ডেমোক্র্যাটিক পার্টি। একে তাঁরা ‘সভ্যতার পরাজয়’ বলে মন্তব্য করেছে।
দলটি ফেসবুকে লিখেছে, ‘আমরা সৎনাম সিং-এর স্ত্রী এবং তাঁর সকল প্রিয়জনের পাশে আছি, এই বেদনাদায়ক বিয়োগব্যথার পাশাপাশি ঘটে যাওয়া ঘটনার ভয়াবহতাটি উদ্বেগের। সিং-এর কাজের পরিবেশ, যা তাকে দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য উপযুক্ত ছিল না, সেই নৃশংসতা এবং যারা সাহায্য প্রদানে ব্যর্থ হয়েছে, তাদের দায়বদ্ধতা লুকানোর প্রচেষ্টার নিন্দা জানাই। সিং-এর মৃত্যু জন্য আমরা ন্যায়বিচার দাবি করছি। কেবলমাত্র শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নয়, লাতিনা প্রদেশের কৃষি মাফিয়ার বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপেরও দাবি করছি।’