ক্য়ালিফোর্নিয়ায় কর্মরত ছিলেন এক ভারতীয়। ২৬ বছর বয়সি সেই যুবক তলিয়ে গিয়েছেন ক্যালিফোর্নিয়াতে। জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর এমনটাই মনে করা হচ্ছে। তবে তাঁর দেহ মেলেনি। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন তিনি। সেই সময় গ্লেসিয়ার ন্যাশানাল পার্কে জলে তলিয়ে যান তিনি।
মৃত যুবকের নাম সিদ্ধান্ত ভিত্তল পাতিল। ন্যাশানাল পার্ক সার্ভিস একটা বিবৃতিতে একথা জানিয়েছে। সূত্রের খবর, পাতিল গিরিখাতের উপরে উঠেছিলেন। এরপর তিনি কোনওভাবে একটা বড় পাথরের উপর পড়ে যান।
তবে এটা ঠিক বোঝা যাচ্ছে না তিনি ভিজে পাথরের উপর কি ভারসাম্য হারালেন? তবে তার দেহ মেলেনি। হেলিকপ্টার দিয়ে তার দেহ খোঁজা হচ্ছে। মনে করা হচ্ছে তাঁর দেহ কোথাও আটকে গিয়েছে। মনে করা হচ্ছে পাথরের নীচে বা কোনও গাছের নীচে আটকে গিয়েছে তাঁর দেহ।
এদিকে রেঞ্জার্সরা দেহ খোঁজার চেষ্টা করছেন।ওই যুবকের সঙ্গে যা কিছু ছিল তা হারিয়ে গিয়েছে, সেটা খোঁজার চেষ্টা করা হচ্ছে। ড্রোন দিয়ে খোঁজার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেহ কিছুতেই পাওয়া যাচ্ছে না।
ওই যুবক ক্যালিফোর্নিয়াতেই চাকরি করতেন। তিনি সেখানেই থাকতেন। তিনি বন্ধুদের সঙ্গে ওখানে ছুটি কাটাতে গিয়েছিলেন। কিন্তু সেখানেই সব শেষ হয়ে গেল।