বাংলা নিউজ > ঘরে বাইরে > ১৪০ কোটি জনসংখ্যা আর ১০০জন বড়লোকের হাতে অর্ধেক সম্পদ, ভাবুন! বিঁধলেন রাহুল

১৪০ কোটি জনসংখ্যা আর ১০০জন বড়লোকের হাতে অর্ধেক সম্পদ, ভাবুন! বিঁধলেন রাহুল

অভিনেত্রী ঋতূ শিবপুরীর সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (PTI Photo)  (PTI)

রাহুল গান্ধী জানিয়েছেন, সরকার কৃষক বিরোধী আইন চালু করেছিল। পরে কৃষকরা বাধ্য করেছেন মোদী যাতে ভুলটা বুঝতে পারেন। রাহুল বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভুল বুঝতে পারেননি। কৃষকদের টানা একবছর ধরে রাস্তায় থাকতে তিনি বাধ্য করেছেন।

নীরজ মোহন, অনিরুদ্ধ ধর

শুক্রবার সকাল থেকে ফের শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার। পানিপতে থেকে দ্বিতীয় পর্যায়ের এই যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশ থেকে হরিয়ানায় পৌঁছয় এই যাত্রা।

রাহুল গান্ধী জানিয়েছেন এবার ভারত জোড়ো যাত্রায় ১১২দিনে পড়েছে। কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল এই যাত্রা। পানিপতে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এর সঙ্গেই তাঁর সংযোজন, একটা প্রশ্ন আমার মনে আসছে। এখন দেশের জনসংখ্যা ১৪০ কোটি। আর দেশে ১০০জন ধনবান ব্যক্তি রয়েছেন। তাদের কাছে দেশের ৫০ শতাংশ ধনসম্পদ। এর মধ্যে কি আপনি কোনও ন্যায় বিচার খুঁজে পাচ্ছেন? এটাই নরেন্দ্র মোদী সরকারের আসল বাস্তবতা।

রাহুল গান্ধী বলেন, আপনি দেশের কর্পোরেট সংস্থার লাভের দিকগুলো একবার খেয়াল করুন। ২০টি কর্পোরেট সংস্থার মধ্যে ৯০ শতাংশ লাভ কুক্ষিগত হচ্ছে। দেশের ৫০ শতাংশ সম্পদ রয়েছে ১০০জন ধনী মানুষের হাতে। এটাই নরেন্দ্র মোদী সরকারের আসল সত্যি।

রাহুল গান্ধী জানিয়েছেন, দুটি ভারত তৈরি করেছে এই সরকার। একটি ভারতে থাকেন গরিব ও সাধারণ মানুষ। আর অপর ভারতে থাকেন ২০০-৩০০জন মানুষ। যাদের হাতে অধিকাংশ সম্পদ কুক্ষিগত রয়েছে।

আর আপনাদের হাতে কিছুই নেই। আপনাদের কাছে রয়েছে পানিপতের বাতাস। কিন্তু তাতেও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এটা আসলে ক্যানসার। বললেন রাহুল গান্ধী।

তিনি বলেন, নোটবন্দি আর জিএসটি গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে গুঁড়িয়ে দিয়েছে। ভারতের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। অগ্নিবীর পলিসিটা ঠিক কী? নেতারা বলছেন তারা বিরাট দেশভক্ত। কৃষক ও জওয়ানরা ভোর চারটের সময় ঘুম থেকে উঠছেন। তেরঙাকে বাঁচাতে তাঁরা ভারতীয় সেনাতে যোগ দিতে চাইছেন। কিন্তু এখন তারা আশাহত।

তিনি বলেন, দেখা যাচ্ছে চার বছর পরে মাত্র ২৫ শতাংশ যুবককে স্থায়ী কাজে নেওয়া হবে। আর বাকিরা আবার বেকার হয়ে যাবেন। আর আমি যখন সার্ভিসমেনদের ইস্যু নিয়ে কথা বলি তখন ওরা বলেন আমি নাকি সরকারবিরোধী কথা বলছি।

এদিকে কৃষি আইন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাহুল গান্ধী জানিয়েছেন, সরকার কৃষক বিরোধী আইন চালু করেছিল। পরে কৃষকরা বাধ্য করেছেন মোদী যাতে ভুলটা বুঝতে পারেন। রাহুল বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভুল বুঝতে পারেননি। কৃষকদের টানা একবছর ধরে রাস্তায় থাকতে তিনি বাধ্য করেছেন।

 

বন্ধ করুন