বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হলেও ভারতের পরিস্থিতি আরও খারাপ। এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রশিদ আলভি। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রশিদ বলেছেন যে ‘এটা ঠিক যে বাংলাদেশে হিন্দু ভাইদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। মন্দিরে হামলা চলছে। ভারতেও এরকম একই পরিস্থিতি আছে। গুজরাটে মসজিদ ধ্বংস করে দেওয়া হচ্ছে। কবরস্থান উধাও হয়ে যাচ্ছে।’
আর তিনি সেই মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতির কথার প্রেক্ষিতে। তিনি বলেন, 'আজ আমি ভয় পাচ্ছি যে ১৯৪৭ সালে যেরকম পরিস্থিতি ছিল, সেদিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। যুব সম্প্রদায় যখন কর্মসংস্থানের কথা বলে, তখন তারা সেটা পায় না। আমাদের ভালো হাসপাতাল নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নয়। ওরা রাস্তার হাল ফেরাচ্ছে না। বরং মন্দিরের সন্ধানে মসজিদকে গুঁড়িয়ে দিচ্ছে। সম্বলে যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কয়েকজন দোকানে কাজ করছিলেন। আর তাঁদের উপরে গুলি চালানো হয়েছে।'
'ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি না'
বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার চলছে বলে যে অভিযোগ উঠেছে, সেটার প্রসঙ্গ উত্থাপন করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে। যদি ভারতেও সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালানো হয়, তাহলে বাংলাদেশের সঙ্গে কী পার্থক্য আছে? আমি ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনও পার্থক্য দেখতে পাচ্ছি না।'
আরও পড়ুন: Waqf Land Row: 'যেখানে নমাজ পড়বে, সেটাই ওয়াকফ সম্পত্তি', বললেন কল্যাণ, BJP বলল ‘বাংলাদেশের…’
‘বাংলাদেশের থেকে ভারতের পরিস্থিতি আরও খারাপ'
আর সেই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রশিদ বলেন, ‘উত্তরাখণ্ড থেকে মসজিদ নিয়ে খবর সামনে আসছে। আমরা সম্বলের ঘটনা দেখেছি। যেখানে মানুষকে হত্যা করা হচ্ছে। আজমেঢ় দরগা শরিফ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের থেকে এরকম পরিস্থিতি ভারতে আরও খারাপ।'
তারইমধ্যে মেহবুবাকে আক্রমণ শানিয়েছে বিজেপি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন বিজেপি সভাপতি রবিন্দর রায়না বলেন, 'মেহবুবা যে দেশবিরোধী মন্তব্য করেছেন, সেটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত জম্মু ও কাশ্মীর সরকার। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।' বিরোধী দলনেতা সুনীল শর্মার দাবি, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে নিজেদের দলের কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে এরকম মন্তব্য করছেন মেহবুবা।
'মুসলিমদের উস্কে দিয়ে PDP-কে ফেরানোর চেষ্টা'
সুনীলের কথায়, ‘পিডিপি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। মুসলিমদের উস্কানি দিয়ে নিজের দলকে পুনঃপ্রতিষ্ঠা করতে এরকম মন্তব্য করছেন মেহবুবা। এরকম মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি ভালোভাবেই জানেন যে জম্মু ও কাশ্মীর তো বটেই, পুরো ভারতেই মুসলিমরা সুরক্ষিত আছেন।’