ভারত ও আমেরিকার তরফে রাষ্ট্রসংঘের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল পাকিস্তানি জঙ্গি লস্কর ই তইবার জঙ্গি সাজিদ মীরকে বিশ্ব সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে হবে। ২৬/১১ মুম্বই জঙ্গি হামলায় এই সাজিদ মোস্ট ওয়ান্টেড। তাকেই বিশ্ব জঙ্গি হিসাবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছিল ভারত ও আমেরিকা। তাকে ব্ল্যাকলিস্ট করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এবার সেই প্রস্তাবকে ব্লক করে দিল চিন।
ওই জঙ্গির সম্পত্তি বাজেয়াপ্ত করা, তার গতিবিধিকে নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। ১২৬৭ AI Al Qaeda Sanctions Committee'র আওতায় ওই জঙ্গিকে ব্লক করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব মানলই না চিন।
এদিকে গত বছর সেপ্টেম্বর মাসে চিন মীর নিয়ে কোনও প্রস্তাব আনার বিষয়টি স্থগিত রাখতে বলেছিল। আর এবার একেবারে বেজিংয়ের তরফে প্রস্তাব নাকচ করা হল।
আমেরিকার তরফে মীরের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫ মিলিয়ন মার্কিন ডলার। ২৬/১১ মুম্বই জঙ্গি হামলায় এই সাজিদ মোস্ট ওয়ান্টেড। ভারতের কাছেও মোস্ট ওয়ান্টেড জঙ্গি হল এই মীর। জুন মাসে পাকিস্তানের অ্যান্টি টেররিজম কোর্ট মীরকে ১৫ বছরের জন্য জেলে পাঠিয়েছিল।
এদিকে এর আগে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হত মীরের মৃত্যু হয়েছে। তবে পাশ্চাত্যের দেশগুলি অবশ্য পাকিস্তানের এই দাবি মানতে চাইত না। তাদের দাবি মীর যে মারা গিয়েছে তার প্রমাণ দেখান।
পাক জঙ্গী গোষ্ঠী লস্কর ই তৈবার সঙ্গে সরাসরি যুক্ত মীর। ২০০৮ সালে মুম্বইতে জঙ্গি হানা হয়েছিল। সেই জঙ্গি হানায় যারা কলকাঠি নেড়েছিল তার মধ্যে মীর ছিল অন্যতম। আর সেই মীরকেই ব্ল্যাকলিস্ট করার জন্য চেষ্টা করছিল ভারত ও আমেরিকা। কিন্তু তাতেই বাগড়া দিল চিন।
ওয়াকিবহাল মহলের মতে, বেজিং বরাবরই ইসলামাবাদের বন্ধু। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাক জঙ্গিদের কালো তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হতেই তাতে ঢাল হিসাবে দাঁড়িয়ে পড়ে চিন।