বাংলা নিউজ > ঘরে বাইরে > যন্ত্রাংশের অভাব, ৩০টি বিমান ‘বসিয়ে দিল’ IndiGo

যন্ত্রাংশের অভাব, ৩০টি বিমান ‘বসিয়ে দিল’ IndiGo

ইন্ডিগো এক বিবৃতিতে এর কারণও জানিয়েছে। তাদের কথায়, বিশ্বজুড়ে সরবরাহ প্রক্রিয়ায় ব্যাঘাতের কারণে এই সিদ্ধান্ত। লোকসান হ্রাস করতেই এই পথে হেঁটেছে সংস্থা। বিশ্বজুড়েই বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক উড়ান সংস্থা একই সমস্যার সম্মুখীন হচ্ছে।