বাংলা নিউজ > ঘরে বাইরে > IndiGo introducing Business Class: এবার ‘বড়লোক’ যাত্রী খুঁজছে ইন্ডিগো! চালু করছে বিজনেস ক্লাস, এয়ার ইন্ডিয়া কি চাপে?

IndiGo introducing Business Class: এবার ‘বড়লোক’ যাত্রী খুঁজছে ইন্ডিগো! চালু করছে বিজনেস ক্লাস, এয়ার ইন্ডিয়া কি চাপে?

প্রতীকী ছবি

সংস্থার পক্ষ যে থেকে পরিকল্পনা করা হয়েছে, তা হল - দিল্লি-মুম্বই রুটে ১৫০টিরও বেশি বিজনেস ক্লাস আসন যুক্ত করা। কারণ, সারা বিশ্বের মধ্য়ে এটিই হল অন্যতম ঘরোয়া উড়ানের রুট, যে পথে প্রচুর পরিমাণে কর্পোরেট ট্রাভেল করা হয়।

নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছে নানা সমস্যায় জর্জরিত এয়ার ইন্ডিয়া। তার মধ্যেই এবার নয়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে তারা। যার নেপথ্যে রয়েছে - ইন্ডিগো-র ব্যবসা বাড়ানোর পরিকল্পনা!

বিষয়টা ঠিক কী?

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভারতের সবথেকে বড় উড়ান পরিষেবা প্রদানকারী সংস্থা ইন্ডিগো এবার তাদের বিমানে বিজেনেস ক্লাস চালু করার কথা ভাবছে।

এত দিন ভারতীয় উড়ানের ক্ষেত্রে বিজনেস ক্লাস পরিষেবা দেওয়ার বিষয়ে শীর্ষে থেকেছে এয়ার ইন্ডিয়া। এবার সেই জায়গায় ভাগ বসাতে চাইছে ইন্ডিগো কর্তৃপক্ষ। যা আদতে ইন্ডিগোর এত দিনের ব্যবসায়িক পরিকল্পনা এবং নীতির থেকে একেবারে উলটো বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

কারণ, এত দিন ইন্ডিগোর প্রধান লক্ষ্য ছিল ইকোনমি ক্লাসের মাধ্যমে একেবারে সাধারণ ও মধ্যবিত্ত যাত্রীদের সর্বাধিক পরিমাণে পরিষেবা প্রদান করা। কিন্তু, এবার তারা ধনী যাত্রীদেরও নিজেদের দিকে টানতে চাইছে। আর তাতে এয়ার ইন্ডিয়ার কপাল পুড়তে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

বিশেষজ্ঞরা আরও বলছেন, দুই বিমান সংস্থার এহেন প্রতিযোগিতায় আখেরে লাভবান হবেন যাত্রীরাই। কারণ, দুই বিমান সংস্থাই চাইবে, ধনী যাত্রীরা তাঁদের বিজনেস ক্লাসেই সওয়ার হন। আর তার জন্য পরিষেবার মান আরও উন্নত করতে বাধ্য হবে তারা।

প্রসঙ্গত, ভারতের অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো - এই দুই সংস্থাই মিলিতভাবে প্রায় ৮০ শতাংশ যাত্রীকে পরিষেবা প্রদান করে।

বিজনেস ক্লাসের পরিষেবা দিতে কী কী পদক্ষেপ করবে ইন্ডিগো?

বর্তমানে ইন্ডিগোর বিমানে সমস্ত যাত্রীর জন্য একই ধরনের বসার ব্যবস্থা রয়েছে। বিজনেস ক্লাসের পরিষেবা শুরু হলে, সেই কাঠামো ভাঙতে হবে। প্রাথমিকভাবে স্থির করা হয়েছে, প্রতিদিন দিল্লি-মুম্বই রুটে চলাচলকারী ২০টি ফ্লাইটে বিজনেস ক্লাসের পরিষেবা প্রদান করা হবে।

এছাড়াও, প্রতিদিন দিল্লি-বেঙ্গালুরু রুটে ইন্ডিগোর যে ১৫টি বিমান চলে, তার সবক'টিতেই বিজনেস ক্লাস পরিষেবা দেওয়া হবে।

সংস্থার পক্ষ থেকে আরও যে পরিকল্পনা করা হয়েছে, তা হল - দিল্লি-মুম্বই রুটে ১৫০টিরও বেশি বিজনেস ক্লাস আসন যুক্ত করা। কারণ, সারা বিশ্বের মধ্য়ে এটিই হল অন্যতম ঘরোয়া উড়ানের রুট, যে পথে প্রচুর পরিমাণে কর্পোরেট ট্রাভেল করা হয়।

ঠিক একই কারণে দিল্লি-বেঙ্গালুরু রুটেও এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমকে ইন্ডিগোর সিইও পিটার এলবার জানিয়েছেন, ২০২৫ সাল শেষ হওয়ার আগেই দিল্লি-মুম্বই রুটের সব বিমানে বিজনেস ক্লাস পরিষেবা প্রদান করা হবে।

ইন্ডিগো বনাম এয়ার ইন্ডিয়া:

বিজনেস ক্লাসের ব্যবসা বাড়াতে দুই ধরনের কৌশল অবলম্বন করেছে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া।

যত দূর জানা যাচ্ছে, ইন্ডিগো বিজনেস ক্লাস পরিষেবা চালু করলেও আপাতত তাদের ধনী গ্রাহকরা এর জন্য বিনামূল্যে বিমান বন্দরের লাউঞ্জে ঢোকার ছাড়পত্র এবং গরম খাবার পাবেন না। কিন্তু, এয়ার ইন্ডিয়ায় এই ব্যবস্থা রয়েছে এবং তারা সেটা অব্য়াহত রাখবে।

ইন্ডিগোর প্রিমিয়াম সিটিংয়ের জন্য যাত্রীদের খরচ করতে হবে ১৮,০০০ থেকে ২০,০০০ টাকা। যা এয়ার ইন্ডিয়ার প্রিমিয়াম ইকোনমি ক্লাসের প্রায় সমান। কিন্তু, তাদের বিজনেস ক্লাসের ভাড়ার তুলনায় অনেকটাই কম।

পরবর্তী খবর

Latest News

প্রতিবেশীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় তৃণমূল নেতার হাতে আক্রান্ত যুবক শনিবার চিপকে দ্বিতীয় T20! ম্যাচে উইকেট নয়,বরুণ-সুন্দরের থেকে অন্য কি চাইলেন তিলক পুলিশকে গুলিকাণ্ডে ব্যবহৃত বন্দুক উদ্ধার করলেন তদন্তকারীরা, তবু রইল বহু প্রশ্ন কলকাতার রাস্তা থেকে মোটেও হারিয়ে যাচ্ছে না হলুদ ট্যাক্সি! ‘অসাধ্য-সাধন’ করল কে? ফিরহাদকে 'হেলে পড়া…' খোঁচা শুভেন্দুর মীনাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের পুলিশের, তেতে উঠল সিপিএম চোট মুক্ত কুনম্যান, শ্রীলঙ্কা সফরের আগে স্বস্তি অজি শিবিরে অনুশীলন শুরু মহামেডান ফুটবলারদের, এখনও অব্যাহত ডামাডোল; বিক্ষোভ ক্লাব তাঁবুতে! Kismis Water: কিসমিস ভেজানো জল খেলে কি সত্যিই ওজন কমে? প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাড়িতেই বানিয়ে ফেলুন এই তেরঙা স্পেশাল মিষ্টি

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.