এয়ার ইন্ডিয়া সম্প্রতি এয়ারবাস এবং বোয়িং-এর থেকে ৪৭০টি বিমানের রেকর্ড অর্ডার দেয়। বিশ্বের দ্রুততম বর্ধনশীল এভিয়েশন বাজারের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে আসতে চাইছে ইন্ডিগোও।
1/5IndiGo বোয়িং এবং এয়ারবাস উভয়ের থেকে ৫০০টিরও বেশি বেশি যাত্রীবাহী জেট অর্ডার করতে পারে। এই বিষয়ে আলোচনায় ভারতের বৃহত্তম এয়ারলাইন। এর ফলে কয়েক সপ্তাহ আগে এয়ার ইন্ডিয়ার বিশাল অর্ডারের রেকর্ডও ভেঙে দিতে পারে ইন্ডিগো। তার আগে দুই সংস্থার মধ্যেই কোথায় ভাল দর পাওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। ফাইল ছবি: ব্লুমবার্গ (MINT_PRINT)
2/5অর্ডারের তালিকায় রয়েছে মাঝারি আকারের ওয়াইড-বডি জেট, যেমন 787 ড্রিমলাইনার এবং আপগ্রেডেড এয়ারবাস A330neo। এর পাশাপাশি A320neo এবং Boeing 737 MAX-এর মতো ন্যারো-বডি জেটও থাকতে পারে। তবে ইন্ডিগো এখনও কিছু চূড়ান্ত করেনি। ফাইল ছবি: রয়টার্স (MINT_PRINT)
3/5এয়ার ইন্ডিয়া সম্প্রতি এয়ারবাস এবং বোয়িং-এর থেকে ৪৭০টি বিমানের রেকর্ড অর্ডার দেয়। বিশ্বের দ্রুততম বর্ধনশীল এভিয়েশন বাজারের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে আসতে চাইছে ইন্ডিগোও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (MINT_PRINT)
4/5ইন্ডিগো ২০০৬ সালে ভারতে বিমান পরিষেবা শুরু করে। বর্তমানে তারা ৭৫টিরও বেশি ভারতীয় শহরে, এবং নিকটবর্তী কিছু আন্তর্জাতিক গন্তব্যে উড়ান পরিষেবা প্রদান করে। ফাইল ছবি: পিটিআই (MINT_PRINT)
5/5আগামিদিনে টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে ইউরোপের বিভিন্ন স্থানেও পৌঁছে যেতে চাইছে ইন্ডিগো। সম্ভবত এই বড় পরিকল্পনার কারণেই বিমানের সংখ্যা বাড়াতে চাইছে সংস্থা। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)