বাংলা নিউজ > ঘরে বাইরে > Indigo-র উড়ানে ক্রমেই বাড়ছে দেরি হওয়ার ঘটনা, কারণ কী?

Indigo-র উড়ানে ক্রমেই বাড়ছে দেরি হওয়ার ঘটনা, কারণ কী?

গত ছয় মাস ধরেই ছবিটা যেন বদলে গিয়েছে। বাজারের শেয়ারের দিক দিয়ে ইন্ডিগো এখনও ভারতের বৃহত্তম এয়ারলাইন। কিন্তু সময়ানুবর্তিতার দিক দিয়ে ক্রমেই যেন অন্যদের তুলনায় পিছিয়ে পড়ছে ইন্ডিগো। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর(DGCA) প্রকাশিত মাসিক ডেটা এমনই ইঙ্গিত দিচ্ছে।