বাংলা নিউজ > ঘরে বাইরে > Indigo takes Patna-bound passenger to Udaipur: পাটনার জায়গায় যাত্রীকে উদয়পুরে নিয়ে গেল ইন্ডিগো! রিপোর্ট তলব DGCA-র

Indigo takes Patna-bound passenger to Udaipur: পাটনার জায়গায় যাত্রীকে উদয়পুরে নিয়ে গেল ইন্ডিগো! রিপোর্ট তলব DGCA-র

পাটনার জায়গায় যাত্রীকে উদয়পুরে নিয়ে গেল ইন্ডিগো! (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Indigo takes Patna-bound passenger to Udaipur: এক যাত্রীর দিল্লি থেকে পাটনায় যাওয়ার কথা ছিল। তাঁকে উদয়পুরে নিয়ে গেল ইন্ডিগো। পরে বিষয়টি সামনে আসায় ওই যাত্রীকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর পাঠানো হয় পাটনায়।

দিল্লি থেকে এক যাত্রীকে বিহারের পাটনায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পাটনার পরিবর্তে রাজস্থানের উদয়পুরে ওই যাত্রীকে নিয়ে গেল ইন্ডিগোর বিমান। যে ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। বিষয়টি নিয়ে ডিজিসিএয়ের এক আধিকারিক জানিয়েছেন, উড়ান সংস্থার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি কী ঠিক ঘটেছিল?

দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনার বিষয়ে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ব্যক্তির পাটনায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল থেকে ইন্ডিগোর ৬ই-২১৪ বিমান ধরার কথা ছিল। কিন্তু এরোব্রিজের মাধ্যমে বিমানে ওঠার সুযোগ ছিল না। কোচের মাধ্যমে পাটনাগামী বিমানে উঠতে হত। ওই যাত্রী ঠিক গেটে দাঁড়িয়েছিলেন। নিজের কার্ডও ঠিকভাবে স্ক্যান করিয়ে নিয়েছিলেন। তারপর টার্মিনাল বিল্ডিং ছেড়ে কোচে উঠে পড়েছিলেন। যে কোচে করে তাঁকে ইন্ডিগোর পাটনাগামী বিমানের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল।

ওই প্রতিবেদন অনুযায়ী, কোচে ওঠার সময় কোনওভাবে বিপত্তি ঘটেছিল। উদয়পুরগামী ইন্ডিগোর ৬ই-৩১৯ বিমানের জন্য রাখা কোচে উঠে পড়েছিলেন ওই যাত্রী। বিমানের কর্মীরা বুঝতে পারেননি যে ওই যাত্রী ভুল বিমানে উঠছেন। যিনি নিজে বুঝতে পারেননি। বিমান ওড়ার আগে যে ঘোষণা করা হয়, সেটাও যে উদয়পুরের জন্য করা হচ্ছে, তা বুঝতে পারেননি। উদয়পুরে অবতরণের পর তিনি বুঝতে পারেন যে পাটনায় নয়, অন্য কোথাও চলে এসেছেন। দ্রুত বিষয়টি ইন্ডিগোকে জানান। তারপর সেদিনই তাঁকে দিল্লিতে উড়িয়ে নিয়ে যায় ইন্ডিগো। সেখানে তাঁকে ইন্ডিগোর বিমানে পাটনায় পাঠানো হয়।

সেই ঘটনা ঘিরে অবশ্য একাধিক প্রশ্ন উঠছে। আদতে যে পাটনাগামী বিমানে ওই যাত্রীর যাওয়ার কথা ছিল, সেই বিমানের কর্মীরা কী পদক্ষেপ করেছিলেন, তা অবশ্য স্পষ্ট নয়। ওই প্রতিবেদন অনুযায়ী, কীভাবে এরকম ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশায় আছেন ইন্ডিগোর আধিকারিকরাও। কারণ যাত্রীরা যাতে অন্য বিমানে না উঠে যান, তা একাধিক ধাপে খতিয়ে দেখা হয়। বিমানে ওঠার আগেও একবার বোর্ডিং পাস খতিয়ে দেখা হয়। তারপরও পুরো বিষয়টি কীভাবে সকলের নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

তারইমধ্যে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ইন্ডিগো। উড়ান সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সেইসঙ্গে ওই ঘটনায় রিপোর্ট তলব করেছে অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

ঘরে বাইরে খবর

Latest News

বাইডেন-ট্রাম্পের মামলায় নজর দিন, কেজরিকাণ্ডে নাক গলানো আমেরিকাকে 'পাঠ' বিজেপির 'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.