ইন্ডিগোর একজন মুখপাত্র জানান, সরকারের উড়ান ভাড়ার সীমা সরানোর সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। ইন্ডিগো ভারতের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা।
1/5২০২০ সালের ১০ অগস্ট। লকডাউন শিথিল হওয়ার পরে বিমান ভাড়ায় সীমা চাপিয়েছিল কেন্দ্র। তবে গত ৩১ অগস্ট সেই নিয়ম তুলে নেওয়া হয়েছে। ফলে উড়ানের টিকিটের উর্ধ্ব ও নিম্নসীমা নিয়ে আর কোনও বাধা নেই। এমন পরিস্থিতিতে নয়া অফার এনেছে ইন্ডিগো। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস (Reuters)
2/5ইন্ডিগো জানিয়েছে, এই 'ক্যাপ' অপসারণের ফলে এয়ারলাইনগুলি তাদের সুবিধা মতো বেশি ডিসকাউন্ট অফার আরও বেশি যাত্রী টানতে পারবে। আসন্ন উত্সবের মরসুমে যা তাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। ছবি : হিন্দুস্তান টাইমস (Reuters)
3/5ইন্ডিগোর একজন মুখপাত্র জানান, সরকারের উড়ান ভাড়ার সীমা সরানোর সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। ইন্ডিগো ভারতের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
4/5'কয়েক মিনিটের টার্বুলেন্স মনে হচ্ছিল অনন্তকাল চলছে', এখনও আতঙ্কে ভিস্তারার যাত্রীরা।ভারতের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন ভিস্তারা যদিও জানিয়েছে যে, তারা আগামিদিনে ব্যালেন্সড পদ্ধতিতে উড়ানের ভাড়া নির্ধারণের পন্থা অব্যাহত রাখবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
5/5ভিস্তারার একজন মুখপাত্র বলেন, বিমান ভাড়া অনেকগুলি বিষয়ের উপর নির্ভরশীল, যেমন চাহিদা এবং সরবরাহের পরিস্থিতি, পরিচালন পরিবেশ, ঋতু, খরচ, প্রতিযোগিতা, বাজারের অবস্থা এবং কর ব্যবস্থা। ফলে সেগুলির দিকে লক্ষ্য রেখেই ভাড়া স্থির করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)