বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতীয় সেনাবাহিনীর পেনশনভোগীদের জন্য সীমান্তে খুলল সেতু

ভারতীয় সেনাবাহিনীর পেনশনভোগীদের জন্য সীমান্তে খুলল সেতু

পিথোরাগড়ের ঝুলাঘাট অঞ্চলে ভারত-নেপাল সংযোগকারী কালী নদীর উপরের সেতু। 

লকডাউন আরোপ হওয়ায় গত মার্চ মাসের শেষ থেকে ভারতে এসে পেনশন তুলতে পারেননি নেপালে বসবাসকারী প্রাক্তন সেনাকর্মীরা।

নেপালে বসবাসকারী প্রাক্তন ভারতীয় সেনা সদস্যদের পেনশন তোলার সুবিধার্থে তিন দিনের জন্য খুলে দেওয়া হল ভারত-নেপাল সংযোগকারী সেতুগুলি।

১৯৫০ সালের ভারত-নেপাল চুক্তি মোতাবেক ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে নিজের নাগরিকদের অনুমতি দেয় নেপাল সরকার। পরিবর্তে ভারতের প্রশাসনকি বিভাগ ছাড়া অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থায় নেপালের নাগরিকদের চাকরির সুযোগ দেয় ভারত। সেনাবাহিনীতে চাকরির মেয়াদ ফুরোলে নেপালিরা দেশে ফিরে যান। তবে অবসরের পরে পেনশন সংগ্রহ করতে তাঁদের ভারতের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হয়।  

করোনাভাইরাস সংক্রমণের জেরে লকডাউন আরোপ হওয়ায় গত মার্চ মাসের শেষ থেকে ভারতে এসে পেনশন তুলতে পারেননি নেপালের কাঞ্চনপুরের ২,০০০ জন, বৈটারির ৭০০ জন এবং ধারচুলা জেলার ৮০০ জন বাসিন্দা। এঁরা সকলেই এক সময় ভারতীয় সেনাবাহিনীতে বহাল ছিলেন। 

দুই দেশের মদ্যবর্তী সীমান্ত লকডাউনের ফলে বন্ধ থাকায় তাঁরা পেনশন তুলতে না পেরে চরম আর্থিক দুরবস্থার সম্মুখীন হয়েছেন। এই কারণে তিন দিনের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

উত্তরাখণ্ডের পিথোরাগড়ের জেলাশাসক ভি কে যোগদণ্ডে জানিয়েচেন, ‘নেপালের বাসিন্দাদের ধারচুলা, ঝুলাঘাট ও জৌলাজিবীর মতো সীমান্তবর্তী শহরে অবস্থিত ভারতীয় ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তোলার সুবিধা করতে বুধবার থেকে তিন দিনের জন্য কয়েকটি সেতু খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেতুগুলি সবই কালী নদীর উপরে অবস্থিত।’ 

জেলাশাসক জানিয়েছেন, এই সমস্ত পেনশনভোগীর অধিকাংশই প্রাক্তন ভারতী সেনাবাহিনীর সদস্য। তাঁর সুবিধায় শুক্রবার পর্যন্ত খোলা থাকবে দুই দেশের মধ্যে সংযোগকারী সেতুগুলি। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে সেতু। 

ধারচুলার মহকুমা শাসক এ কে শুক্লা জানিয়েছেন, নেপাল থেকে আগত পেনশনভোগীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সেতুর মুখে মোতায়েন থাকবেন স্বাস্থ্যকর্মীরা। মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে পেনশনভোগীদের। 

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.