বাংলা নিউজ > ঘরে বাইরে > Indonesia Earthquake: ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫২, শোক প্রকাশ করে টুইট মোদীর

Indonesia Earthquake: ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫২, শোক প্রকাশ করে টুইট মোদীর

নরেন্দ্র মোদী ।  (PTI Photo) (PTI)

প্রধানমন্ত্রী তাঁর টুইট বার্তায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে শোক প্রকাশ করেছেন। টুইটে মোদী লেখেন, ‘ ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি দেখে আমি মর্মাহত। নিহত ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।'

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। ভূমিকম্পের বলি ২৫২ জন। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। চোখের নিমেষে কার্যত তছনছ হয়েছে ইন্দোনেশিয়া। সোমবারের এই প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বহু বাড়ি ধসে গিয়েছে।  আহত হয়েছেন শতাধিক মানুষ। আর সেই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী তাঁর টুইট বার্তায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে শোক প্রকাশ করেছেন। টুইটে মোদী লেখেন, ‘ ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি দেখে আমি মর্মাহত। নিহত ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই শোকের সময়ে ইন্দোনেশিয়ার পাশে রয়েছে ভারত।’ উল্লেখ্য, কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৬। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অগণিত মানুষ। সেখানে কতজন ধ্বংসস্তূপের নিচে রয়েছেন তার সংখ্যা নিয়েও রয়েছে জল্পনা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেদেশর সিয়াঞ্জু শহরের কাছে। সোমবার বিকেলে ইন্দোনেশিয়ায় এই ভূমিকম্পের জেরে অনেককেই দেখা যায়, বাড়ি থেকে বেরিয়ে আতঙ্কের বশে দৌড়ে প্রাণরক্ষার চেষ্টা করছেন। আর্তনাদ, স্বজনহারার কান্নায় চারিদিক ছেয়ে যায় ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ার করুণ পরিস্থিতি এমনই যে, সেখানে হাসপাতালের পার্কিং লটে আহতেদর চিকিৎসা হতে দেখা যায়। ভূমিকম্পের কারণে ভেঙে পড়ে নানান ভবন। বহু জায়গায় ফুটপাতে টর্চের আলোয় আহতেদর সেবায় নিয়োজিত ছিলেন বহু স্বাস্থ্যকর্মী। কোনও ক্রমে প্রাণ রক্ষার তাগিদে গোটা ইন্দোনেশিয়া। আর তাঁদের ইই বিপত্তির দিনে পাশে দাঁড়িয়েছে ভারত সমেত বিশ্বের নানান দেশ। সেই দিক থেকে প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বেশ তাৎপর্যপূর্ণ।

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন