বাংলা নিউজ > ঘরে বাইরে > ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্য়া একলাফে হয়ে গেল ৬০২, ব্যাপারটা কী?

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্য়া একলাফে হয়ে গেল ৬০২, ব্যাপারটা কী?

ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়ায় (AP Photo/Tatan Syuflana) (AP)

স্থানীয় উদ্ধারকারী এজেন্সিও মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্টেট নিউজ এজেন্সি অন্তরার তরফেও মৃতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬০২জন।

ইন্দোনেশিয়ায় প্রধান দ্বীপ জাভাতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০২। প্রাথমিকভাবে ১০০জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হয়েছিল। পরে সেই মৃতের সংখ্য়া বাড়তে থাকে ক্রমশ। শুক্রবার একজন স্থানীয় প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন,যে সমস্ত মৃত্যুর খবর এতদিন ধরে রিপোর্ট করা হয়নি তা যাচাই করে গোটা বিষয়টি জানা গিয়েছে।

২১ নভেম্বর। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। তছনছ হয়ে গিয়েছিল পশ্চিম জাভা। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। বহু বিল্ডিং ভেঙে পড়ে। আর তাতেই চাপা পড়ে যান অনেকে।

কিয়ানজুরের স্থানীয় প্রশাসনের মুখপাত্র অ্যাডাম জানিয়েছেন সংবাদ সংস্থা এএফপিকে আগে ৩৩৪জন মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে এবার দেখা যাচ্ছে মৃত্যুর সংখ্যা আরও অনেকটাই বেশি।

তিনি জানিয়েছেন, ভূমিকম্পের পরে অনেকেরই মৃত্যু হয়েছিল। সেই সময় রিপোর্ট না করেই দেহের অন্ত্যেষ্টি হয়ে গিয়েছিল। পরে তার রিপোর্ট পাওয়া গিয়েছে। সেখানে দেখা গিয়েছে মৃতের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে।

তিনি জানিয়েছেন, যদি কেউ মারা যান তবে সাধারণত কবর দেওয়া হয়। এদিকে ভূমিকম্পের পরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গিয়েছিল যে স্থানীয় কর্তৃপক্ষকে অনেকেই জানাননি। না জানিয়েই দেহ সমাধিস্থ করা হয়েছিল। এখন জানা গিয়েছে গোটা বিষয়টি।

স্থানীয় উদ্ধারকারী এজেন্সিও মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্টেট নিউজ এজেন্সি অন্তরার তরফেও মৃতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬০২জন।

এদিকে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরও সংবাদ সংস্থাকে জানিয়ে দিয়েছে, প্রাথমিকভাবে ৩৩৫জনের মৃত্যুর খবর মিলেছিল। তবে মৃতের নতুন সংস্থাটা যাচাই করে দেখা হচ্ছে।

 

বন্ধ করুন