বাংলা নিউজ > ঘরে বাইরে > Indu Malhotra Controversy: 'কমিউনিস্ট সরকার হিন্দুমন্দিরের নিয়ন্ত্রণ নিতে চায়', ইন্দু মালহোত্রার মন্তব্যের ভিডিয়ো ভাইরাল

Indu Malhotra Controversy: 'কমিউনিস্ট সরকার হিন্দুমন্দিরের নিয়ন্ত্রণ নিতে চায়', ইন্দু মালহোত্রার মন্তব্যের ভিডিয়ো ভাইরাল

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা।

পদ্মনাভস্বামী মন্দিরের এক পুরোহিতের সঙ্গে কথা বলার সময় ইন্দু মালহোত্রার বক্তব্যের ওই ভিডিয়ো উঠে আসে। মন্দিরে পুজো দিয়ে তিনি সেখানে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই এই ভিডিয়ো উঠে আসে বলে জানা যায়। জানা গিয়েছে, তিরুঅনন্তপুরমে একটি মেডিক্যাল কলেজের প্ল্যাটিনাম জুবিলি উৎসবে যোগ দিতে শহরে পৌঁছন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা।

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার মন্তব্য নিয়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সদ্য। যে ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা যাচ্ছে ইন্দু মালহোত্রা বলছেন, হিন্দু মন্দিরগুলির নিয়ন্ত্রণ কমিউনিস্ট সরকার নিয়ে নিয়েছে, মন্দিরের লাভের অংশের দিকে তাকিয়ে। এই তথ্য উঠে এসেছে সংবাদমাধ্যম ‘বার অ্যান্ড বেঞ্চ’ এর তরফে। 

উল্লেখ্য, পদ্মনাভস্বামী মন্দিরের এক পুরোহিতের সঙ্গে কথা বলার সময় ইন্দু মালহোত্রার বক্তব্যের ওই ভিডিয়ো উঠে আসে। মন্দিরে পুজো দিয়ে তিনি সেখানে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই এই ভিডিয়ো উঠে আসে বলে জানা যায়। জানা গিয়েছে, তিরুঅনন্তপুরমে একটি মেডিক্যাল কলেজের প্ল্যাটিনাম জুবিলি উৎসবে যোগ দিতে শহরে পৌঁছন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে তাঁর চলাফেরার অনেকগুলি অংশ জুড়ে দিয়ে ভিডিয়ো তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘এটাই হয় কমিউনিস্ট সরকারগুলোর। ওদের সমস্যা হচ্ছে লাভের অংশ। সব জায়গায় ওরা নিয়ে নিয়েছে.. সব জায়গায়.. সব হিন্দু মন্দিরগুলো.. তাই আমরা ঠিক করেছি এই মন্দিরের ক্ষেত্রে হবে না।’ পুজোর মাসে রাজস্থান যাচ্ছেন? 'প্যালেস অন হুইলস' নিয়ে এই খবরটি জানেন তো!

মনে করা হচ্ছে ত্রিভাঙ্কোর রাজ পরিবারের তরফে যে মামলা দায়ের করা হয়েছিল পদ্মনাভস্বামী মন্দির নিয়ে তার কথা উল্লেখ করে ইন্দু মালহোত্রা একথা বলছেন। ত্রিভাঙ্কোর রাজ পরিবার প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়, সেখানে তাঁরা প্রশ্ন তোলে, কেন রাজ পরিবারের থেকে পদ্মনাভস্বামী মন্দিরের মালিকানা কেড়ে তা সরকারের হাতে দেওয়া হয়েছে? সেই প্রশ্ন নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট এরপর ২০২০ সালে মন্দিরের ক্ষমতা রাজ পরিবারকে দেওয়ার পক্ষে রায় দেয়। উল্লেখ্য, রায়দান সুপ্রিম কোর্টের যে বেঞ্চ করে, সেই বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। 

 

 

 

 

বন্ধ করুন