বাংলা নিউজ > ঘরে বাইরে > রাজস্থান কংগ্রেসের অন্দরে ফের দ্বন্দ্বের মেঘ, পাইলটকে খোঁচা মুখ্যমন্ত্রীর

রাজস্থান কংগ্রেসের অন্দরে ফের দ্বন্দ্বের মেঘ, পাইলটকে খোঁচা মুখ্যমন্ত্রীর

অশোক গেহলট, রাজস্থানের মুখ্যমন্ত্রী। (Photo by Amal KS / Hindustan Times) (Hindustan Times)

২০২০ সালে ১৯জন বিক্ষুব্ধ বিধায়ককে নিয়ে ঘুঁটি সাজানোর চেষ্টা করেছিলেন শচিন পাইলট। এনিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়। মহারাষ্ট্রে যখন দ্বন্দ্বের মেঘ তখন ফের সামনে এল সেই অতীত দ্বন্দ্বের কাহিনী

সচিন সাইনি

রাজস্থান কংগ্রেসের অন্দরেও ফের দ্বন্দ্বের মেঘ। মুখ্যমন্ত্রী অশোক গেহলট ইতিমধ্য়েই ইঙ্গিত দিয়েছেন  জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াতের সঙ্গে হাত মিলিয়েছেন শচিন পাইলট। তবে পাইলট ঘনিষ্ঠদের পালটা দাবি, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলটকে নিশানা করে কটাক্ষ করা গেহলটের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে।

শনিবার সংবাদ মাধ্যমের সামনে অশোক গেহলট শেখওয়াত প্রসঙ্গে জানিয়ে দেন, শচিন পাইলটের নাম নিয়ে যেটা বলা হচ্ছে, আবার এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে তাঁর সঙ্গে আপনার তলায় তলায় যোগাযোগ রয়েছে।

এদিকে সম্প্রতি জয়পুরের চমু শহরে শেখওয়াত একটি মিটিং করেন। সেখানে তিনি জানিয়ে দেন, রাজনৈতিক সংকটের দিনগুলিতে একটা ভুল করে ফেলেছেন পাইলট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসলে ২০২০ সালে জুলাই মাসে পাইলট ১৯জন বিদ্রোহী বিধায়ককে কাজে লাগানো চেষ্টা করেছিলেন। কিঅন্তু সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়।

কিন্তু কেন সেই অতীত বিদ্রোহের কথা উল্লেখ করে খোঁচা দিচ্ছেন গেহলট? পাইলট ঘনিষ্ঠ এক নেতার মতে, বিদ্রোহের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী পাইলট শিবিরকে উসকে দিতে চাইছেন। পাইলট শিবিরের অপর এক নেতা বলেন, মুখ্যমন্ত্রী কেন এই ধরনের মন্তব্য করছেন তা তিনিই কেবলমাত্র বলতে পারবেন। 

এদিকে এনিয়ে বিরোধীদের উপদলনেতা রাজেন্দ্র রাঠোর বলেন, পাইলটকে অপমান করতে ফের ময়দানে মুখ্যমন্ত্রী। তিনি সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছেন। তবে পাইলট এখনও নীরব রয়েছেন।

 

 

বন্ধ করুন