বাংলা নিউজ > ঘরে বাইরে > তিন বছরে সর্বোচ্চ পতন Infosys-র শেয়ারের, এখন বিক্রি করে দেবেন নাকি টাকা রাখবেন?

তিন বছরে সর্বোচ্চ পতন Infosys-র শেয়ারের, এখন বিক্রি করে দেবেন নাকি টাকা রাখবেন?

শেয়ার বাজারে চাপের মুখে ইনফোসিস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Infosys share tips: শেষ পাঁচ বছরে শেয়ার বাজারে আড়াই গুণ উত্থানের সাক্ষী থেকেছে ইনফোসিস। সোমবার প্রতিটি শেয়ারের দাম ১১ শতাংশ কমে ঠেকেছে ১,২৩১.৮ টাকায়। সেই পরিস্থিতিতে ইনফোসিসের শেয়ার কিনে রাখা উচিত নাকি সেই শেয়ার বিক্রি করে দেওয়া উচিত, তা নিয়ে অনেক বিনিয়োগকারীই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

শেয়ার বাজারে ধাক্কা খেল ইনফোসিস। সোমবার প্রতিটি শেয়ারের দাম ১১ শতাংশ কমে ঠেকেছে ১,২৩১.৮ টাকায়। যা ২০২০ সালের মার্চের (তখন থেকেই ভারতে করোনাভাইরাসের কারণে লকডাউন হয়েছিল) পর থেকে ইনফোসিসের শেয়ারের সর্বাধিক পতন। সেই পরিস্থিতিতে ইনফোসিসের শেয়ার কিনে রাখা উচিত নাকি সেই শেয়ার বিক্রি করে দেওয়া উচিত, তা নিয়ে অনেক বিনিয়োগকারীই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ মিন্ট’-এ মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা।

গত পাঁচ বছরে শেয়ার বাজারে আড়াই গুণ উত্থানের সাক্ষী থেকেছে ইনফোসিস। ২০১৮ সালের এপ্রিল যেখানে তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৬৪ টাকা, সেখানে ২০২৩ সালের এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৮৮ টাকার স্তরে। ২০২২-২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল আসার পর গড় ‘প্রাইস টার্গেট’ ১,৫৪০ টাকায় ঠেকেছে। তা থেকে ইঙ্গিত মিলছে যে ২৫ শতাংশ উত্থান হতে পারে ইনফোসিসের শেয়ারের দাম। 

ইনফোসিস ধাক্কা খেয়েছে কেন? সম্প্রতি তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে (২০২৩-২৪) 'সেলস গ্রোথ' (বিক্রির মাধ্যমে আয়) মাত্র চার শতাংশ থেকে সাত শতাংশ থাকবে বলে অনুমান করা হচ্ছে। কারণ মার্কিন ব্যাঙ্ক মুখ থুবড়ে পড়ে যাওয়ায় খরচ কমিয়েছে গ্রাহকরা। সেইসঙ্গে বাজারে কতটা চাহিদা কতটা থাকবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

আরও পড়ুন: Infosys-এর শেয়ার থেকেই ৬৮ কোটি টাকা কামিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর স্ত্রী!

জেপি মর্গ্যান চেজ অ্যান্ড কোম্পানি, ম্যাককোয়ারি গ্রুপ, সিটি গ্রুপ-সহ কমপক্ষে ১০ টি ব্রোকার সংস্থা ইনফোসিসের শেয়ারের ‘রেটিং পয়েন্ট’ কমিয়ে দিয়েছে। সেই পরিস্থিতিতে শেয়ার বাজারে ধাক্কা খেয়েছে ইনফোসিস। ব্লুমবার্গের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে ইনফোসিসেস শেয়ার নিয়ে এতটা কম আশা দেখা গিয়েছে বিনিয়োগকারীদের মনে।

তাহলে কি ইনফোসিস শেয়ার বিক্রি করে দেওয়া উচিত নাকি এখন কেনা উচিত?

১) মোতিলাল ওসওয়ালের তরফে জানানো হয়েছে, স্বল্পকালীন সময় ইনফোসিসের শেয়ারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে সেই শেয়ারের ক্ষেত্রে ‘Buy’ রেটিং দিয়েছে। অর্থাৎ ইনফোসিসের শেয়ার কিনে নেওয়ার বা বিনিয়োগের পরামর্শ দিয়েছে মোতিলাল ওসওয়াল।

আরও পড়ুন: সেই ১৯৯৬ সালেই বুঝেছিলাম ট্রেনিং না দিলে ফ্রেশারদের দিয়ে কাজ হবে না: Infosys কর্তা

২) আইসিআইসিআই ডিরেক্টরের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইনফোসিসের প্রতিটি শেয়ারের 'টার্গেট প্রাইজ' ধরা হয়েছে ১,৬০০ টাকা। ওই তথ্যপ্রযুক্তি সংস্থা শেয়ার কিনে রাখার পরামর্শ দিয়েছেন আইসিআইসিআই ডিরেক্টরের বিশেষজ্ঞরা।

(বিশেষজ্ঞদের মতামত একান্ত ব্যক্তিগত, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র মত নয়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন