বাংলা নিউজ > ঘরে বাইরে > Corporal punishment: নামতা পারেনি ছাত্র, হাতে ড্রিল মেশিন চালিয়ে শাস্তি দিলেন শিক্ষক!

Corporal punishment: নামতা পারেনি ছাত্র, হাতে ড্রিল মেশিন চালিয়ে শাস্তি দিলেন শিক্ষক!

ছাত্রের হাতে ড্রিল মেশিন চালানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ‌ছবিটি প্রতীকী 

আক্রান্ত ছাত্র ভিভান পঞ্চম শ্রেণির পড়ুয়া। অভিযুক্ত অনুজ একজন চুক্তিভিত্তিক শিক্ষক। অভিযোগ, ওই ছাত্রকে নামতা পড়তে বলেছিলেন শিক্ষক। কিন্তু, সে বলতে পারেনি। এরপরেই তার হাতে ড্রিল মেশিন চালিয়ে দেন ওই শিক্ষক। 

নামতা বলতে পারিনি ছাত্র। আর তার শাস্তি হিসেবে ছাত্রের হাতে ড্রিল মেশিন চালালেন শিক্ষক। এমনই গুরুতর অভিযোগ উঠল কানপুরের একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কানপুরের প্রেম নগরে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর। অভিযোগ প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষা দফতরের তরফ জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্র ভিভান পঞ্চম শ্রেণির পড়ুয়া। অভিযুক্ত অনুজ একজন চুক্তিভিত্তিক শিক্ষক। অভিযোগ, ওই ছাত্রকে নামতা পড়তে বলেছিলেন শিক্ষক। কিন্তু, সে বলতে পারেনি। এরপরেই তার হাতে ড্রিল মেশিন চালিয়ে দেন ওই শিক্ষক। ঘটনায় অন্য একজন ছাত্র ড্রিল মেশিনের প্লাগ খুলে দিলে ওই ছাত্র বড়সর বিপদের হাত থেকে রক্ষা পায়। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হন অভিভাবকরা। তারা শিক্ষকের শাস্তির দাবি জানান। ভিভান জানায়, যেনামতাবলতে না পারায় শিক্ষক আমার হাতে ড্রিল মেশিন চালিয়ে দিয়েছিলেন। তখন কৃষ্ণ ড্রিল মেশিনের প্লাগ খুলে দিয়েছিল। আমি খুব ভয় পেয়েছি।’ ঘটনায় বাম হাতে আঘাত পেয়েছে ওই ছাত্রটি। তাকে চিকিৎসার পর বাড়ি পাঠানো হয়।

ঘটনার খবর পাওয়া মাত্রই বিএসএ সুরজিত কুমার সিং ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। তিনি বলেন, স্কুল থেকে ওই শিক্ষককে সরিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য ব্যবস্থাও নেওয়া হবে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এটি দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধ করুন